GK কুইজ: বলুন তো, কোন উদ্ভিদ যা সাপের বিষ সঙ্গে সঙ্গে দূর করে? ৯৯% মানুষ জানেন না!

General Knowledge: জীবনে সফল হতে গেলে প্রয়োজন পুঁথিগত বিদ্যার। যার বিদ্যার ভার যতো সে ততই সফল। ছোট থেকেই এই কথা শুনে এসেছি আমরা। তবে সত্যিই কী কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই ভালো চাকরি পাওয়া সম্ভব? বিশেষজ্ঞরা কিন্তু এ কথায় মোটেই বিশ্বাসী নন। তাঁরা বলছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিংবা সত্যিই ভালো চাকরি পেতে গেলে পুঁথিগত বিদ্যার যেমন প্রয়োজন রয়েছে ঠিক তেমনই প্রয়োজন রয়েছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর সম্পর্কে অবগত থাকা।
ভূগোল, ইতিহাস, অঙ্ক সহ কারেন্ট অ্যাফেয়ার্স এর নানান রকম প্রশ্ন উত্তর নিয়ে তৈরি হয় সাধারণ জ্ঞান। বর্তমানে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হোক কিংবা চাকরির ইন্টারভিউ দিতে হোক সব ক্ষেত্রেই কিন্তু ব্যাপক প্রয়োজনীয় সাধারণ জ্ঞান। আজকের প্রতিবেদনে তেমনই বেশ কিছু প্রশ্ন উত্তরের সন্ধান দেওয়া হল। দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নিন।
1) কোন নদীর জল সবসময় থাকে গরম?
- উত্তর: নীল নদ।
2) বলুন তো দেখি কতদিন বেঁচে থাকে একটি বিড়াল?
- উত্তর: 15 বছর
3) আমাদের দেশে সবচেয়ে বড় পাগল খানা রয়েছে কোথায়?
- উত্তর: আগ্রায়
4) বলুন তো দেখি সূর্য্য রশ্মিতে থাকে মোট কয়টি রঙ?
- উত্তর: 7
5) কোন দেশ কখনো স্বীকার করেনি দাসত্ব?
- উত্তর: নেপাল
6) সাপের বিষ সহজেই কাটিয়ে দিতে পারে কোন উদ্ভিদ?
- উত্তর: কাঁটালো গাছ।