Offbeat

GK প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদী ‘গঙ্গা’ কিন্তু ‘গভীরতম’ নদী কোনটি? জানেন না ৯৯ শতাংশ মানুষ

General Knowledge: বলুন তো দেখি ভারতের সবচেয়ে গভীরতম নদীটির নাম কী? উত্তর জানেন না 99% মানুষ

General Knowledge Questions: কলেজের পড়াশোনা সম্পন্ন করেই চাকরির খোঁজ শুরু করে দিচ্ছেন বর্তমান প্রজন্ম। কেউবা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চলেছেন তো কেউ আবার বেসরকারি চাকরিতেই থাকছেন খুশি। তবে চাকরি সরকারী হোক কিংবা বেসরকারি, দু ক্ষেত্রেই কিন্তু চাকরি প্রার্থীদের ইন্টারভিউ পর্বের মুখোমুখি হতে হয়। আর সেই ইন্টারভিউতে চাকরিপ্রার্থীদের এমন বেশ কিছু প্রশ্ন করা হয় যা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান তারা। অথচ বেশিরভাগ প্রশ্নটাই কিন্তু করা হয় সাধারণ জ্ঞান থেকে।

বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে চোখের সামনে ঘটে যাওয়া বেশ কিছু জিনিস বা ঘটনা সম্পর্কে অবগত থাকা উচিত আমাদের। এ ধরনের প্রশ্ন উত্তর গুলিকেই বলা হয় সাধারণ জ্ঞান। তবে বর্তমানে এই বিষয় নিয়ে চর্চা না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। আর সে কারণেই নিত্যদিন সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই আমরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি।

আজকের প্রশ্ন, ভারতের সবচেয়ে গভীরতম নদীটির নাম কী?

তিব্বতের পূরং জেলার বিখ্যাত হ্রদ মানসরোবর থেকে উৎপন্ন হয়েছে এই নদীর। এরপর মোট তিনটি দেশের উপর দিয়ে বয়ে গেছে নদীটি। অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে এই নদী। তারপর এটি প্রবাহিত হয়েছে অসম উপত্যকায়। এমনকি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই নদী। এর আর এক নাম ইয়ারলুং সাংপো। হ্যাঁ ঠিকই বুঝেছেন। ভারতের সবচেয়ে গভীরতম নদীটি হল ব্রহ্মপুত্র। এই নদীর সর্বোচ্চ গভীরতা 380 ফুট।