Offbeat

GK প্রশ্নঃ বলুন তো, মানুষের মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষন বেঁচে থাকে? জানেন না ৯৯% মানুষ

General Knowledge: বলুন তো দেখি মৃত্যুর পরেও কতক্ষন জীবিত থাকে মানুষের মস্তিষ্ক? উত্তর দিতে ব্যার্থ 99% মানুষ

General Knowledge Quiz: সোশ্যাল মিডিয়া হোক কিংবা মিডিয়া সর্বত্রই এখন ট্রেন্ডে চলছে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি একদিকে যেমন আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে ঠিক তেমনই ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রেও ভীষণ জরুরী। আসলে বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ইন্টারভিউতেই চাকরি প্রার্থীর বুদ্ধি বিচার করবার জন্য নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে।

যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রেই ইন্টারভিউ রাউন্ড অতিক্রম করা ভীষণ জরুরী। তবে বর্তমানে ইন্টারভিউয়াররা বেশি প্রাধান্য দিচ্ছেন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরে। আর এতেই বাড়ছে চাকরিপ্রার্থীদের সমস্যা। আসলে বর্তমান সময়ে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে চর্চা না থাকার কারণেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। তবে চিন্তা নেই। অন্যান্য দিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর।

1) সন্ধ্যায় আসে কিন্তু সকালে চলে যায়, সবাইকে ঘুম পাড়ালেও নিজে ঘুমায় না, বলুন তো কী?

  • উত্তর : রাত

2) কে আবিষ্কার করেছিলেন দূরবীন?

  • উত্তর : গ্যালিলিও গ্যালিলি

3) সবচেয়ে বেশি খাবার খায় কোন প্রাণী?

  • উত্তর : তিমি

4) আমাদের শরীরের কোন অঙ্গটি রক্ত পরিস্কার করতে সাহায্য পারে?

  • উত্তর : কিডনি

5) এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে?

  • উত্তর : বিউটেন গ্যাস

6) কোন দেশ মোবাইল তৈরির জন্য বিখ্যাত?

  • উত্তর : চীন

7) মানুষের মাথার খুলিতে মোট কয়টি হাড় থাকে?

  • উত্তর : 22 টি

8) মৃত্যুর পর কতক্ষণ কাজকর্ম চালু রাখে মস্তিষ্ক?

  • উত্তর : 10 মিনিট