GK Question : ভারতের কোন রাজ্যকে রুটির ঝুড়ি বলা হয়? ৯৯% মানুষই জানেন না!

সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই আজ হাতের মুঠোয়। এই প্ল্যাটফর্ম আমাদের ছোটবেলা ফিরিয়ে দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সোশ্যাল মিডিয়ায় থাকে ট্রেন্ডে। বর্তমানে যেমন রয়েছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে ঠিক তেমনই উত্তরগুলি বেশ মজার। বর্তমান সময় দাঁড়িয়ে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এবং বেসরকারি চাকরির ইন্টারভিউতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তরে।
ছোটবেলায় আমাদের মধ্যে অনেকেই সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তরের বই পড়েছেন। তবে বর্তমানে আর সে নিয়ে চর্চা না থাকার কারণেই সমস্যায় পড়ছে তরুণ প্রজন্ম। তবে চিন্তা নেই। আপনাদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর তুলে ধরলাম আমরা। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1) কোন দেশ হোস্ট করতে চলেছে Global AI Summit?
- উত্তর: ভারত
2) কোন রাজ্যে 10 হাজার গাছ রোপন করা হবে?
- উত্তর : উত্তরাখণ্ড
3) ভারতের কোন প্রাক্তন বিচারপতি যুক্ত হলেন International Mediation Panel এর মেম্বার হিসেবে?
- উত্তর : এন.ভি. রামানা
4) কোন রাজ্য প্রতিমাসে মহিলাদের আর্থিক সহায়তা করবে 2000 টাকা করে?
- উত্তর: ‘Gruha Lakshmi’ প্রকল্পের আওতায় কর্ণাটকের মহিলারা 2000 টাকা করে পাবেন আর্থিক সহায়তা।
5) কোন দেশের সঙ্গে সম্প্রতি মৌ স্বাক্ষর করলে ভারত?
- উত্তর : নিউজিল্যান্ড। Open Sky Policy র উপর করা হয়েছে এই মৌ সাক্ষর।
6) আচ্ছা বলুন তো কবে পালিত হয় পুলিশ দিবস?
- উত্তর : আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 1 লা সেপ্টেম্বর পালিত হয় পুলিশ দিবস।
7) ভারতের রুটির ঝুড়ি কাকে বলে?
- উত্তর : পাঞ্জাবকে।