GK Question : কোন দেশে একটিও সাপ নেই? ৯৯% মানুষই জানেন না!

General Knowledge : কথায় বলে শেখার কোনো শেষ নেই। নিত্যদিন নতুন নতুন কিছু না কিছু শিখছেন সাধারণ মানুষ। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বহু কিছু হারিয়ে ফেলেছি আমরা। একটা সময় পাঠ্যপুস্তকের পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হতো সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের বইগুলিকে। তবে বর্তমানে সেগুলি হারিয়ে গেছে কালের গর্ভে। অনেকেরই মতে, পুঁথিগত বিদ্যার ভার যত ভারী হবে ততই পাওয়া যাবে ভালো চাকরি। তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা। তাঁদের মতে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞান।
আসলে বর্তমান সময় সরকারি কিংবা বেসরকারি প্রতিটি চাকরির ক্ষেত্রেই ইন্টারভিউ পর্বে চাকরিপ্রার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। একজন চাকরিপ্রার্থী ঠিক কতটা বুদ্ধিমান সেটা খতিয়ে দেখতেই মাঝেমধ্যেই বেশ কিছু বিভ্রান্তকর প্রশ্নও করা হয়ে থাকে। আর এতেই সমস্যায় পড়তে হয় চাকরিপ্রার্থীদের। তবে চিন্তা নেই, আপনাদের কথা মাথায় রেখে নিত্যদিন নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই আমরা। আজও হলো না তার অন্যথা। তাহলে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের তালিকায়।
1) সবথেকে প্রথম কোন দেশে বন্ধ হয়েছিল FM রেডিও?
- উত্তর : নরওয়ে।
2) কোন রোগের হাত থেকে মুক্তি পেতে উপকারী মূলা?
- উত্তর : সুগার।
3) ভারতের জাতীয় সবজি কোনটি?
- উত্তর : কুমড়ো
4) কোন জিনিসটি বেশি বাড়লে আপনি আর চোখে দেখতে পাবেন না?
- উত্তর : অন্ধকার।
5) কোন জিনিসটি না ভাঙ্গলে খাওয়া যায় না?
- উত্তর : ডিম
6) কোন দেশে দেখা পাওয়া যায় না সাপের?
- উত্তর : নিউজিল্যান্ড