Offbeat

Knowledge Story : ‘COLLEGE’ এর ফুল ফর্ম কি? ৯৯% মানুষই জানেন না!

সাধারণ জ্ঞান হল বেশ কয়েকটি বিষয়ের সংমিশ্রণ। ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর নিয়ে চর্চা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হোক কিংবা চাকরির পরীক্ষায় বসতে হোক সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে।

সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলি আপাতদৃষ্টিতে দেখলে সহজ মনে হলেও এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন। কমবেশি হয়তো সকলেই জানেন যে বর্তমানে এসএসসি, ব্যাঙ্ক, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর করা হয়ে থাকে। এমনকি বেসরকারি চাকরির ইন্টারভিউতেও প্রাধান্য দেওয়া হচ্ছে এই বিষয়টিকে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল সেরকমই বেশ কয়েকটি প্রশ্ন উত্তর।

1) কোন পাখি মস্তিষ্কের অর্ধেক অংশকে ঘুম পাড়িয়ে রাখতে পারে?

  • উত্তর : হাঁস।

2) কয়টি রাজ্য নিয়ে গঠিত ভারত?

  • উত্তর : 28 টি।

3) ‘চোখ ফিরিয়ে নেওয়া’ এই প্রবাদটির অর্থ কী?

  • উত্তর : কারো প্রতি বিরক্ত হওয়া।

4) কোন দেশ সূর্যের দেশ নামে পরিচিত?

  • উত্তর : জাপান

5) ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় প্রাণী বাঘ?

  • উত্তর : বাংলাদেশ

6) সাপের দেশ বলা হয় কোন দেশকে?

  • উত্তর : ব্রাজিল

7) ভারতের বৃহত্তম নদীটির নাম কী?

  • উত্তর : নীলনদ

8) কোন জিনিস না ভাঙ্গলে খাওয়া যায় না?

  • উত্তর : ডিম

9) আচ্ছা বলুন তো দেখি COLLEGE এর পুরো নাম কী?

  • উত্তর : কলেজের পুরো নাম হল Commonly Optimistic Legends Learning to Enlighten their Graduation of Education।