অজানা তথ্য: বলুন তো, কে প্রথমে কাকে রাখি বেঁধেছিলেন? জানলে চমকে যাবেন

কথায় বলে, হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম একটি উৎসব হল রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan)। ভাই কিংবা দাদাদের মঙ্গল কামনা করে বোনেরা এদিন তাদের হাতে পরিয়ে দেন রাখি। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় পালিত হয় রাখি বন্ধন উৎসব। মূলত ভাই কিংবা দাদাদের সুরক্ষার জন্য বোন বা দিদিরা তাদের হাতে পরিয়ে দেন রক্ষা বন্ধন বা রাখি। তবে কেবলমাত্র ভাই বা দাদা নয়, যেকোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দেওয়া যেতে পারে। আজ রাখি বন্ধন উৎসব। গোটা ভারত জুড়ে আজ উদযাপন হচ্ছে বিশেষ এই দিন। জানুন, কবে থেকে শুরু হয়েছিল এই বিশেষ দিন। কেই বা প্রথম রাখি পরিয়েছিলেন কার হাতে।
1) কোন হাতে পরতে হয় রাখি?
- উত্তর : ডান হাতে
2) বোনে বোনে পালন করা যায় এই উৎসব?
- উত্তর : যেকোনো ব্যক্তির মঙ্গল কামনায় পরানো যায় রাখি। আর তাই এক বোন অন্য বোনকে রাখি পরাতেই পারেন।
3) ভুল করেও কোন কাজ করা উচিত নয়?
- উত্তর : ভুল করেও কালো রঙের রাখি পরানো উচিত নয়। এই রংকে অশুভ এবং নেতিবাচক হিসেবেই মনে করা হয়।
4) রাখির অপর নাম কী?
- উত্তর: শ্রাবণ মাসে পালিত হওয়ার কারণে রাখির অপর নাম শ্রাবণী।
5) রুপোর রাখি ভালো নাকি খারাপ?
- উত্তর : পবিত্র যেকোনো অনুষ্ঠানেই অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয় রুপোকে। আর তাই রুপোর রাখি পরানো যেতেই পারে ভাই কিংবা বোনকে।
6) কে কাকে প্রথম রাখি পরিয়েছিলেন?
- উত্তর : বামন অবতারে মর্তে এসেছিলেন ভগবান বিষ্ণু। রাক্ষস রাজা বালির নির্দেশ মতো মর্তে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘকাল তিনি আর স্বর্গে ফিরে না যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন মা লক্ষ্মী। আর ঠিক তখনই রাক্ষস রাজা বালিকে রাখি পরিয়ে বিষ্ণুকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন মা লক্ষ্মী। সেই থেকেই বিশেষ এই দিন পালন করা হয়।