
কুকুরকে (Dog) ভয় পায়না এমন মেয়ে খুবই কম দেখা যায়। তবে, গৃহপালিত এই প্রাণীকে অনেকেই আবার বড্ড ভালোবাসেন। আর তাইতো একসঙ্গে খাওয়া-দাওয়া থেকে শুরু করে তাদের বিছানায় ঘুম পাড়ানো সবই করেন। তবে, রাস্তার অনেক কুকুর আছে যারা কিনা মানুষ দেখলে তেড়ে আসে। যারা কুকুরদের রাস্তাঘাটে দেখলে ভয় পান তাদের জন্য আজ কিছু টিপস বলবো। যা মনে রাখলে বিপদ থেকে মিলবে রেহাই।
চলুন তবে জেনে নেওয়া যাক এই পাঁচটি টিপস কি কি।
১.দুরুত্ব বজায় রাখুন
সব কুকুর যে ভালো ও শান্ত হয় তার কোনো মানে নেই। রাস্তায় অনেক কুকুর দেখা যায় যারা খুবই ক্ষিপ্ত হয়। এমনকি অনেক সময় কামড়েও দেয়। আর তাই সেসব কুকুর থেকে রক্ষা পেতে দূরত্ব বজায় রাখুন।
২.সুরক্ষার জন্য হাতে কিছু রাখুন
রাস্তাঘাটে নিজের সুরক্ষার ভার নিজেকেই নিতে হবে। আর তাই হাতে কোনো লাঠি অথবা ছাতার ডাট রাখুন। এতে কোনো কুকুর যদি কামড়াতে আসে তাহলে ওই লাঠি দিয়ে মারার ভঙ্গিমা করুন। এতে দেখবেন কুকুরটি ভয় পেয়ে পালিয়ে যাবে।
৩.চোখের দিকে তাকাবেন না
কোনোসময় যদি কোনো রাস্তার কুকুর আপনাকে দেখে চেঁচায় তাহলে আপনি কখনই তার চোখে চোখ রাখবেন না। বরং শান্ত থাকুন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
৪.দৌড়াবেন না
অনেকেই আছেন কুকুরকে ভয় পেয়ে দৌড়াতে থাকে। ভুলেও কিন্তু এই কাজটি করবেন না। এতে কুকুরও আপনার পিছনে দৌড়ানো শুরু করবে।
৪.নালিশ জানান
প্রতিদিন যদি কুকুরের এমন আচরণ চলতেই থাকে তাহলেই এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে।