×
Offbeat

রাতারাতি বদলাবে ভাগ্য! লটারি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন এই টিপস, রইল বিস্তারিত

প্রতিদিন নিয়মিত লটারির টিকিট কাটেন এমন প্রচুর মানুষ আছেন। তবে লটারির টিকিট কাটলেই হবে না জানতে হবে বিশেষ কিছু নিয়ম। নাহলে কিন্তু আপনার টাকা কার্যত বৃথা হয়ে যাবে সেটা বলতেই হবে। কিভাবে ডিয়ার লটারি কাটবেন, কোন নম্বর গুলো পছন্দ করবেন, কোন সংখ্যা গুলো আপনার জন্য লাকি তাই লটারি টিকিট কাটার আগে মেনে চলুন মাত্র সহজ এই কয়েকটি টিপস।

রাতারাতি বদলাবে ভাগ্য! লটারি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন এই টিপস, রইল বিস্তারিত -

১) আপনাকে সম্পূর্ণ ডেল্টা নিয়মে এই লটারি কাটতে হবে। অর্থাৎ আপনাকে ডিজিটগুলো এলোমেলো করে বসাতে হবে। যে নম্বরটা প্রথমে লেখা থাকবে সেই নম্বরের সাথে আপনাকে দ্বিতীয় লটারির নম্বরগুলোকে যোগ করতে হবে এবং একসাথে যোগফল বার করতে হবে।

রাতারাতি বদলাবে ভাগ্য! লটারি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন এই টিপস, রইল বিস্তারিত -

২) লটারি কাটবেন যখন ১ সংখ্যাটি দিয়ে কাটার চেষ্টা করুন। কারণ সবথেকে বেশি এই ১ সংখ্যার লটারি কিন্তু বেশি লটারি জিতে থাকে। তাছাড়াও বিজোড় সংখ্যা অর্থাৎ ১,৩,৫,৭,৯ এই ধরণের সংখ্যা গুলি দিয়ে কেঁটে নিন।

রাতারাতি বদলাবে ভাগ্য! লটারি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন এই টিপস, রইল বিস্তারিত -

৩) আপনি রাশি দেখে ডিয়ার লটারি কাটুন। সংবাদপত্রে কিংবা সোশ্যাল মিডিয়াতে ভালো করে দেখে নেবেন। সেখানে যেদিন কি বারে কোন সময়ে লটারি কাটবেন সেসব লেখা থাকবে। তাই আপনারা সেগুলো দেখেই লটারির টিকিট কাটবেন।

কিন্তু মনে রাখবেন লটারির টিকিট কাটা কিন্তু সবসময়ই ঝুঁকি পূর্ণ। তাই আপনার আর্থিক ক্ষতি হলে Humppy.Com কোনো ভাবেই তার দায় নেবে না। সেই কারণে সবদিক বিচার বিবেচনা করে তবেই লটারি কাটবেন।