×
Offbeat

এই ৩টি টিপস মানলেই ফিরবে ভাগ্য! হতে পারেন লাখপতি, রইল বিস্তারিত

লটারির টিকিট কাটেন এমন প্রচুর মানুষ আছেন। কিছু টাকার বদলে মাত্র কোটি কোটি টাকা রোজগার হয় খুব সহজেই। প্রতিদিন দেশ জুড়ে যে কারণে লক্ষ লক্ষ মানুষ লটারি কাটেন। তবে মাত্র হাতে গোনা কিছু মানুষেরই ভাগ্য পরিবর্তন হয়। তবে লটারি কাঁটার নির্দিষ্ট কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য ফিরবেই। তাই লটারি টিকিট কাটার আগে মেনে চলুন মাত্র সহজ তিনটি টিপস।

এই ৩টি টিপস মানলেই ফিরবে ভাগ্য! হতে পারেন লাখপতি, রইল বিস্তারিত -

১) আগের কোনো খেলাতে যদি ৩, ৫, ৭, ৯ এই ঘরের টিকিটের সংখ্যা গুলি পুরস্কার পেয়ে থাকে সে ক্ষেত্রে আর এই টিকিট কাটবেন না। পরের বার খেলাতে ২, ৪, ৬, ৮ ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঠিক এই ধরণের উল্টো নিয়ম মেনে চলবেন টিকিট কাঁটার ক্ষেত্রে।

এই ৩টি টিপস মানলেই ফিরবে ভাগ্য! হতে পারেন লাখপতি, রইল বিস্তারিত -

২) মিরর রিফ্লেক্সশন যুক্ত সংখ্যা গুলি হলো 23432, 63036, 71917, 78387। দেখুন প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। সেই কারণে এই নাম্বারের টিকিট কিন্তু আপনাদের ভাগ্য বদলাতে পারে যে কারণে আপনি এই সংখ্যা যুক্ত লটারির টিকিট অবশ্যই কাটবেন।

এই ৩টি টিপস মানলেই ফিরবে ভাগ্য! হতে পারেন লাখপতি, রইল বিস্তারিত -

৩) আপনি এমন একটি লটারির টিকিট কাটবেন যেখানে দ্বিতীয় সংখ্যাটি ৫৩ হয়। শেষ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে যার সাথে ৩ এর বিয়োগফল -১, ০, ১ হবে। তাহলে শেষ সংখ্যাটি ২, ৩ বা ৪ যে কোনো একটি সংখ্যা হবে। কিন্তু মনে রাখবেন লটারির টিকিট কাঁটা সবসময়ই ঝুঁকি পূর্ণ। তাই সবদিক বিচার বিবেচনা করেই লটারি কাটবেন।