রাতারাতি বদলাবে ভাগ্য! লটারি কাটার সময় অবশ্যই মাথায় রাখুন এই ৩টি টিপস

প্রতিদিন নিয়মিত লটারির টিকিট কাটেন এমন প্রচুর মানুষ আছেন। দোকানে গিয়ে লটারি টিকিট কাটার থেকে বাড়ি বসে আপনি অনলাইনের মাধ্যমে এই লটারির টিকিট কাটতে পারেন। তবে লটারির টিকিট কাটলেই হবে না জানতে হবে বিশেষ কিছু নিয়ম। নাহলে কিন্তু আপনার টাকা কার্যত বৃথা হয়ে যাবে সেটা বলতেই হবে।
ইউরো মিলিয়ন্স, মেগা মিলিয়ন্স, পাওয়ার বল লটারি গুলি আপনি অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন sevenjackpots.com, buy daily lottery. com নামের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি সহজেই টিকিট কাটার বিস্তারিত নিয়ম জানতে পারবেন। তবে কিভাবে কাটবেন এই টিকিট সেটা নিচে একটু দেখে নিন।
১) লটারি কাটবেন যখন ১ সংখ্যাটি দিয়ে কাটার চেষ্টা করবেন। কারণ সবথেকে বেশি এই ১ সংখ্যার লটারি কিন্তু বেশি লটারি জিতে থাকে। তাছাড়াও বিজোড় সংখ্যা অর্থাৎ ১,৩,৫,৭,৯ এই ধরণের সংখ্যা গুলি দিয়ে কেঁটে নিন।
২) লটারি কাটার পরে কোনো গরিব মানুষকে মুসুর ডাল ও খুচরো টাকা ডান করবেন এর ফলে দারুন একটা ভাগ্য তৈরী হয়।
৩) পরপর দুটি সংখ্যা আছে এমন লটারির নম্বর বাছবেন। যেমন ৪-৫,৫-৬,৭-৮ এই ধরণের এতে পুরস্কার পাওয়ার সম্ভবনা সবথেকে বেশি থাকে।
কিন্তু মনে রাখবেন লটারির টিকিট কাটা সবসময়ই ঝুঁকি পূর্ণ প্রমাণ হতে পারে। তাই আপনার আর্থিক ক্ষতি হলে Humppy.Com কোনো ভাবেই তার দায় নেবে না। সেই কারণে সবদিক বিচার বিবেচনা করে তবেই লটারি কাটবেন।