Offbeat

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

Advertisement

আজকালযুগে দেখাশোনা করে বিয়ের প্রচলন প্রায় উঠেই গেছে। বেশিরভাগ মানুষই প্রেম করে বিয়ে করেন। কিন্তু তার মধ্যেও দেখা যায় আবার পরকীয়া। কিন্তু সম্পর্কে থাকার পরেও কেন মানুষ পরকীয়ায় মাতেন তা জামেন কি। এক্ষেত্রে রয়েছে একাধিক কারণ। চলুন সেগুলো কি তা জেনে নেওয়া যাক

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

১.শারীরিক চাহিদা

দুটো মানুষ শারীরিক আকর্ষনের কারণেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন। তাদের নিজের সঙ্গীকে ছেড়ে আসার কোনো পরিকল্পনা থাকে না। কেবলমাত্র যৌনতা উপভোগ করার জন্যই এই ধরণের সম্পর্কে জড়ান দুজনেই। অনুভূতির মুখোশে এই মোহ জড়িয়ে থাকে।

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

২.প্রতিশোধ পরায়ণ

দিনের পর দিন সঙ্গীর থেকে পাওয়া অবহেলা উল্টোদিকের মানুষটিকে প্রতিশোধ পরায়ণ করে তোলে। যারফলে সেই ব্যক্তিটি অথবা মহিলাটি অন্যকারোর সঙ্গে সম্পর্ক শুরু করতে চান। এমনকি পেতে চান গুরুত্ব। শুধু তাই নয় সেই প্রেমিক অথবা প্রেমিকা দেখিয়ে দিতে চান যে, তাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

৩.মনের মতো মানুষ খুঁজে পাওয়া

এই ধরণের সম্পর্কে একে অপরের প্রতি মানসিক নির্ভরতা তৈরি হয়। এমনকি বিবাহিত জীবনের উপরও প্রভাব পড়ে। এখানে শারীরিক সম্পর্ক থাকে। এমনকি দুটো মানুষ একে অপরকে খুব ভালোবাসে। তবে, তারপরেও এই সম্পর্ক টেকে না। কেননা দুটি মানুষের মধ্যে মনের মিল থাকে না।

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

৪.অনুভূতিকে গুরুত্ব দেওয়া

পরকীয়ার প্রেমে যৌনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক যুগলের মধ্যে সম্পর্কটা খানিকটা আলাদা হয়। কেননা তারা কোনো চাহিদা মেটানোর জন্য নয় তারা কেবলমাত্র একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের অনুভূতির শূন্যতা মেটান। একে অপরের মধ্যে তৈরি হয় মানসিক নির্ভরতা।

এই ৫টি কারণেই সুখের সংসার ফেলে পরকীয়ায় মাতেন সঙ্গী, দেখে নিন

৫.কল্পনা

এই ধরণের সম্পর্কে তেমন প্রবনতা দেখা যায় না। হয়তো আপনার কোনো সহকর্মী বা বন্ধুকে পছন্দ। আপনারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলেন। সেক্ষেত্রে দুজনের মধ্যে কেউ একজন মনে করতে পারেন যে তাদের মধ্যে কোন সম্পর্ক তৈরি হয়েছে।