OffbeatVideoViral Video

Darmi Cool, তীব্র শরীরী হিল্লোলে অসাধারণ ডান্স পারফরম্যান্স ৫ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

একজন প্রতিভা দেখালে বেশ ভালো লাগে। কিন্তু একসাথে যদি পাঁচ পাঁচজন একসাথে তাদের প্রতিভা দর্শকের সামনে তুলে ধরেন তাহলে কেমন হবে। ঠিক এমনটাই হলো একটি ভিডিওতে। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে দেখা যাচ্ছে পাঁচজন সুন্দরী যুবতী হিন্দি গানে দারুন নেচে ভাইরাল হলো।

বিখ্যাত হরিয়ানভী গান ‘ডার্মী কুল’। সেই গানেই নাচতে দেখা গেল তাদের। কমলা রঙের পালাজো প্যান্ট ও অফ হোয়াইট রঙের স্লীভলেস ক্রপ টপ পরে সবাইকে লাগছে দারুন হট। সবার পেট ও নাভি উন্মুক্ত নাচের মাধ্যমে যা আরও কয়েকগুন মাত্রা বাড়িয়েছে নাচটির।

সম্পূর্ণ নাচটি করেছে বলিউড স্টাইলের মাধ্যমে। পাঁচজন একসাথে তাল মিলিয়ে নাচ করা খানিক কঠিন আর এটাই করেছে তারা। নেটিজেনদের তাই মন করেছে নাচটি। এটি মধ্যেই প্রায় পাঁচ লক্ষ মানুষ দেখে নিয়েছে ভিডিওটি। তার সাথে লাইক ও কমেন্ট তো আছেই।

‘স্পাইসি এন ঈশিকা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে। একটু নাচের স্কুল বলা চলে যেখান থেকে ঈশিকা ও তার ছাত্রীরা মিলে একসাথে ভিডিওগুলি তৈরী করে। এর আগেও অনেক ভিডিও এই চ্যানেল থেকে ভাইরাল হয়েছে যা দর্শকের মনে খুবই ধরেছে।

Related Articles

Back to top button