চোখের ধাঁধা : অনেকগুলি ‘MUG’ এর ভিড়ে লুকিয়ে আছে ‘HUG’, খুঁজে পেলেই আপনি জিনিয়াস
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি 'MUG'-এর মাঝে লুকিয়ে আছে একটি 'HUG', আপনার কাছে সময় আছে মাত্র 12 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

Optical Illusion: আপনি কি এর আগে কখনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করেছেন? আপনি যদি এর আগে অপটিক্যাল ইলিউশন সমাধান না করে থাকেন, তাহলে এবার আপনি অপটিক্যাল ইলিউশন সম্পর্কে জানতে পারেন এবং অপটিক্যাল ইলিউশন মানব মস্তিষ্কের সঙ্গে কী কী করতে পারে সেই ব্যাপারেও অবগত হওয়ার সুযোগ পাবেন। এই প্রতিবেদনেই একটি অপটিক্যাল ইলিউশন আছে। এটি সমাধান করার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে কসরত করাতে পারবেন।
অপটিক্যাল ইলিউশন ও সাধারণ ছবির পার্থক্য হল, এটি আপনাকে ভাবতে বাধ্য করে দেয়। কখনও খুবই সহজ, আবার কখনও জটিল প্রকৃতির হতে পারে এই অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশন কোনো ছবি, কোনো বিকৃত বস্তু, আবার কখনও অস্পষ্ট কোনো জিনিসও হতে পারে। আপনি শুধুমাত্র বস্তুটির দিকে তাকিয়ে অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে হাতে একটু সময় রেখেই মনোযোগ সহকারে অপটিক্যাল ইলিউশনটির দিকে তাকাতে হবে। তবেই তা সমাধান করা সম্ভব হবে।
ইন্টারনেটের জগতে নানান রকমের অপটিক্যাল ইলিউশন আছে। আজকের প্রতিবেদনে একটি হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইলিউশন (Hidden Word Optical Illusion) পেশ করা হল। এই প্রকৃতির অপটিক্যাল ইলিউশন প্রথম ঝলকে একদম সাধারণ ফটো বলে মনে হতে পারে। পরে খুঁটিয়ে দেখলে খুঁজে পাওয়া যায় সেই ‘হিডেন’ তথা লুকিয়ে থাকা বস্তু। উত্তরদাতার কাজই হল অপটিক্যাল ইলিউশনের মধ্যে থাকা ‘হিডেন’ শব্দটিকে খুঁজে বের করা।
এই প্রতিবেদনের অপটিক্যাল ইলিউশনের দিকে এক ঝলক তাকালে মনে হবে কালো রঙের একটি ফটোর উপরে পুরো পেজ জুড়ে প্রত্যেক সারি ও স্তম্ভে শুধুমাত্র ‘MUG‘ লেখা রয়েছে। তবে ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারা যাবে যে, ‘MUG‘-এর ভিড়েই ‘HUG‘ লুকিয়ে রয়েছে। এই ‘HUG‘ শব্দটিকে আপনাকে ১২ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে। চলুন টাইমার অন করে খোঁজার কাজে নেমে পড়ুন।
৩…২…১… সময় শেষ! খুঁজে পেলেন? না পেয়ে থাকলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।