চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি একই রকম সাপের মধ্যে রয়েছে একটি আলাদা, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে অপটিক্যাল ইলউশন (Optical Illusion) বা ব্রেন টিজারের (Brain Teaser) মতো খেলাগুলির। আসলে এ ধরনের ধাঁধা সমাধান করতে বেশ ভালোবাসেন অনেকেই। একদিকে যেমন অবসর সময় কেটে যায়, তেমনই বাড়ে দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা।
Humppy অন্যান্য দিনের মতোই আজও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য। আজকের ছবি সমাধান করতে হলে থাকতে হবে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। যদিও উত্তর খুঁজে পাননি বুদ্ধিজীবীরা।
আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হলো সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সাপ। এক নজরে দেখলে প্রত্যেকটি সাপ একই রকম মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে ব্যতিক্রমী সাপ। সেটি খুঁজে বার করতে হবে আপনাকে। এর জন্য সময় দেওয়া হল 15 সেকেন্ড। আপনার সময় শুরু হয়ে গেছে, আর মাত্র কিছু সময় বাকি।
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ছবিটির দিকে ভালো করে তাকিয়ে দেখুন। ডান দিক থেকে বাম দিকের 3 নম্বর স্তম্ভের উপরের দিক থেকে 3 নম্বরে যে সাপটি রয়েছে সেটি একটু আলাদা। অন্যান্য সাপের গায়ে নীল রঙের ডোরাকাটা দাগ থাকলেও এই সাপের গায়ে কিন্তু সেটি নেই।
যারা উত্তর খুঁজে পেয়েছেন তাদের শুভেচ্ছা। তবে যারা সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি তারা অপেক্ষা করুন। খুব শীঘ্রই এমন খেলা নিয়ে হাজির হবো আমরা।