চোখের পরীক্ষা: ৯৯% মানুষ ব্যর্থ! আপনি কি পারবেন ছবিতে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে বের করতে?

ফটোটিতে দেখতে পাচ্ছেন সাপটিকে? আপনার চোখের সামনেই কিন্তু আছে সাপটি। অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা। অনেকেই এই জাতীয় ছবির সমাধান করে নিজের দৃষ্টিশক্তি পরীক্ষা করে থাকেন। আপনাদের জন্যই এই প্রতিবেদনে নিয়ে এসেছি এই বিশেষ ধরণের খেলাটি। যাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন কিংবা ধাঁধা। এটি এখন মানুষের মধ্যে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।
সম্প্রটি একটি ফটো সামনে এসেছে যেখানে লুকিয়ে রয়েছে একটি সাপ। ফটোতে একজন বুড়িমা, তার নাতিকে কিছু বলছেন। বাড়ির বারান্দায় একটি ছাগল (goat) এবং উঠানে একটি মোরগ (rooster) রয়েছে। সোজা বলে মনে হচ্ছে কিন্তু ১% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন। যে কারণে সবথেকে কঠিন ধাঁধা কিন্তু এই ফটোটা অনায়েসেই বলা যায়।
আপনার দৃষ্টি শক্তি যদি প্রখর হয়ে থাকে তাহলেই উত্তর দিতে পারবেন এই ধরণের প্রশ্নের। মাত্র ১০ সেকেন্ড সময় আছে আপনার কাছে উত্তর দেওয়ার জন্য। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ধীরে ধীরে কিন্তু আপনার সময় শেষ হয়ে আসছে। চলুন এবার তাহলে আমরাই জানিয়েদি এই প্রশ্নের সহজ উত্তর কি হতে পারে। ফোটোটার মাঝামাঝি দেখুন গাছ গুলির গোড়ায়।
একটি সাপ দেখতে পাচ্ছেন ফটোতে যা লুকিয়ে আছে। আপনাদের জন্য ফটোতে মার্ক করে দেওয়া হলো। খুব সুন্দর এই ধাঁধাটি নিয়ে ইতি মধ্যেই তৈরী হয়েছে নেটিজেনদের মধ্যে প্রতিযোগিতা। আপনিও আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন আর পরবর্তীতে আরও এমন ফটো নিয়ে হাজির হবো আপনাদের সামনে।