Offbeat

চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘Hit’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে ‘Sit’! 15 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি। আসলে এই ধাঁধার মজাটাই হল মস্তিষ্ককে উস্কানি দেওয়া। এ ধরনের ধাঁধা সমাধানের জন্য কেবলমাত্র চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হলেই চলবে না প্রয়োজন বুদ্ধিরও। তাই তো একই রকম চোখ ধাঁধানো ছবি থেকে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খুঁজে বের করা অনেকের কাছে যেমন বাঁ হাতের খেল, ঠিক তেমনই অনেকের কাছে এগুলি আবার এতটাই কঠিন যে সমাধান করতে গিয়ে ছুটে যায় কালঘাম। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Optical Illusion

নিত্যদিন আপনাদের জন্য মজার মজার খেলা নিয়ে হাজির হয় Humppy। সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে, সমগ্র ছবি জুড়ে লেখা রয়েছে ইংরেজি শব্দ ‘Hit‘। তবে যাদের দৃষ্টি ক্ষুরাধার তারা কিন্তু ছবিতে লুকিয়ে থাকা অন্য একটি শব্দ খুঁজে পাবেন সহজেই। 15 সেকেন্ডের মধ্যে খুঁজে নিতে পারলেই জিনিয়াস।

সময় কিন্তু শুরু হয়ে গেছে।

নিজের তালে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়।

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

উত্তরটা কী খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে ‘Hit‘ এর ভিড়ে লুকিয়ে রয়েছে ‘Sit‘।

দ্বিতীয়বার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।

সময় কিন্তু বয়ে চলেছে।

তাড়াতাড়ি করুন আর মাত্র বাকি কয়েক সেকেন্ড।

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকান ছবিটির দিকে। দেখুন, ডান দিক থেকে বাম দিকের 3 নম্বর স্তম্ভের উপরের দিক থেকে 2 নম্বর স্থানে ঘাপটি মেরে বসে রয়েছে ব্যতিক্রমী শব্দ ‘Sit‘।

খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্য নতুন এমন খেলা পেতে নজর রাখুন আমাদের জন্য পেজে।