Offbeat

অনেকগুলি ‘J’ এর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি ‘I’ , ১৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement

আজকেও আপনাদের জন্য একটি বিশেষ ধাঁধা নিয়ে হাজির হয়েছি। বিশেষ বললে হয়তো ভুল হবে তাই খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে দেবো। কি পারবেন তো?

ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অসংখ্য কয়েকটি ইংরেজিতে ‘J’ অক্ষরটি লেখা আছে। এর মধ্যে থেকে লুকিয়ে থাকা অন্য অক্ষরটি কিন্তু খুঁজে বের করতে হবে। অন্য অক্ষর কোনটি জানেন? ভালো করে খুজলেই ইংরেজিতেত ‘I’ অক্ষর আছে তিনটি যা খুঁজে বের করতে হবে। পারবেন আপনি?

অনেকগুলি ‘J’ এর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি ‘I’ , ১৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

যদিও সঠিক উত্তর খুঁজে বের করার জন্য ১৮ সেকেন্ড সময় লাগবে। নির্দিষ্ট সময় দেওয়া হবে আপনাকে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। তাহলে এখন থেকে ১৮ সেকেন্ড সময় দেওয়া হলো উত্তর দেওয়ার জন্য। নির্দিষ্ট সময় কিন্তু শুরু হয়ে গেছে। চেষ্টা চালিয়ে যান ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। কি তাহলে আপনিও পারলেন না উত্তর দিতে?

অনেকগুলি ‘J’ এর ভিড়ে লুকিয়ে আছে ৩ টি ‘I’ , ১৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

ফটোতে ভালো করে দেখুন ৪,৫ ও ৮ নম্বর সারিতে তিনটি ‘I’ লেখা আছে। এক দৃষ্টিতে দেখতে গিয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারেননি। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসা করি পরের প্রশ্নতে আপনারা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবেন। তার আগে পরিবার ও বন্ধুদের মধ্যে ধাঁধাটি শেয়ার করে নিন আর দেখুন তাঁদের বুদ্ধির পরিমান!