Offbeat

ছবির ধাঁধা : অনেকগুলি ‘5’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে ‘উল্টো 5’! 15 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হচ্ছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) নানান রকম ছবি। এ ধরনের ধাঁধার খেলার মজাটাই হলো মস্তিষ্কের কার্যক্ষমতাকে উস্কানি দেওয়া। আসলে অপটিক্যাল ইলিউশনের মতো ধাঁধা গুলি দেখতে সহজ মনে হলেও সমাধান করা কিন্তু বেশ কঠিন। তবে আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা মুহূর্তের মধ্যেই কঠিন কঠিন ধাঁধা সমাধান করে দিতে পারেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Optical Illusion

Humppy নিত্যদিনের মতোই আজও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে অসাধারণ একটি মজার খেলা। তবে আজকের ধাঁধা সমাধান করতে গেলে কেবলমাত্র মস্তিষ্কের তীক্ষ্ণতা থাকলেই হবে না, সঙ্গে থাকতে হবে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে সমগ্র ছবি জুড়ে লেখা রয়েছে 5। তবে মনোযোগ দিয়ে দেখলেই এই ছবিতে খুঁজে পাওয়া যাবে অন্য সংখ্যা। আর সেটাই আপনাদের খুঁজে নিতে হবে 15 সেকেন্ডের মধ্যে।

সময় শুরু হল এখন

সময় বয়ে চলেছে

5

4

3

2

1

উত্তরটা কী খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে 5 এর ভিড়ে লুকিয়ে রয়েছে উল্টো 5।

দ্বিতীয়বার শুরু হল সময়

সময় বয়ে চলেছে

5

4

3

2

1

সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।

দেখুন ছবির ডান দিক থেকে বাম দিকের 2 নম্বর স্তম্ভের একেবারে শেষের সংখ্যাটি আলাদা। সমগ্র ছবি জুড়ে 5 লেখা হলেও এখানে লেখা হয়েছে উল্টো 5। আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে চিহ্নিত করে দেওয়া হলো ব্যতিক্রমী এই সংখ্যা।

যারা সময়মতো উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও যারা উত্তর খুঁজে পেলেন না তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই নিত্যনতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।