ছবিতে অসংখ্য হাঙরের মাঝে লুকিয়ে আছে একটি মাছ! রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ সিজন ২ এখন দেশের সবথেকে পপুলার শো। লক্ষ লক্ষ মানুষ কার্যত নিজেদের ব্যবসায়িক আইডিয়া শেয়ার করার জন্য এগিয়ে আসছেন এই মঞ্চের মাধ্যমে। আর শার্ক বলাতেই আপনাদের জন্য হাজির হয়েছি বিশেষ অপটিক্যাল ইলিউশন বা এই হাঙর মাছের ধাঁধা নিয়ে। কোনো ব্যবসা বা অধিক কষ্ট করতে হবে না। ফোনের স্ক্রিনে আসা এই প্রশ্নটির শুধুমাত্র সঠিক উত্তর দিলেই কেল্লাফতে।
ফটোতে দেখুন একসাথে অনেক গুলি হাঙর মাছ দেখা যাচ্ছে। তবে আপনাকে সেই ফটো থেকে খুঁজে বের করতে হবে অন্য একটি মাছ যা লুকিয়ে আছে। সহজ মনে হলেও মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আপনি অবশ্য চেষ্টা করে দেখতে পারেন তবে মাত্র ৭ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ চেষ্টা করতে হবে।
তাহলে এবার আপনার ৭ সেকেন্ড সময় শুরু হচ্ছে। ধীরে ধীরে চেষ্টা করুন ও ফটোটা ভালো করে দেখুন। কয়েক সেকেন্ড সময় বাকি আছে। চেষ্টা চালিয়ে যান যাতে হাঙর মাছের মধ্যে দিয়ে সেই অন্য মাছটিকে খুঁজে বের করতে পারেন। কি আপনিও তাহলে বাকিদের মতো হার স্বীকার করে নিলেন। সেই ১% মানুষের মধ্যে নিজের জায়গা তৈরী করতে পারলেন না।
চলুন আমরাই তাহলে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ফটোর একদম পিছনদিকে দেখুন একটি মাছের দাঁত সাধারণ দেখা যাচ্ছে। তবে হাঙর মাছের দাঁত হয় কাঁটার মতো তীক্ষ্ণ। আপনাদের ফটোর মাধ্যমে নির্দিষ্ট চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। এবারে সফল না হলেও আসা করছি পরের বার অবশ্যই আপনি এই ধরণের সহজ প্রশ্নের উত্তর দিতে পারবেন।