Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Offbeat

চোখের ধাঁধা: শুধু কুকুর নয়, ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বেড়াল, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

ফটোটিতে দেখতে পাচ্ছেন! ছোট্ট সারমেয়টি ছাড়াও কিন্তু অন্য একটি প্রাণী লুকিয়ে আছে। আপনার চোখের সামনেই কিন্তু আছে সে। অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা যা সামনে থাকলেও আমরা সবসময় উত্তর দিতে পারি না। অনেকেই এই জাতীয় ছবির সমাধান করে নিজের দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ তার পরীক্ষা করে থাকেন। আপনাদের জন্যই এই প্রতিবেদনে নিয়ে এসেছি এই বিশেষ ধরণের খেলাটি।

চোখের ধাঁধা: শুধু কুকুর নয়, ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বেড়াল, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

সম্প্রটি একটি ফটো সামনে এসেছে যেখানে লুকিয়ে রয়েছে একটি ছোট সুন্দর বিড়াল। ফটোতে বাড়ির বারান্দায় একজন মানুষ খেতে বসেছে এবং তার পাশে বসে রয়েছে তার বৃদ্ধা মা। বাইরে একটি সারমেয় চুপ করে তাকিয়ে সেদিকে দাঁড়িয়ে আছে। আমাদের অনেকেরই জীবনের সাথে কিন্তু এই ফটোর মিল পাওয়া যাবে। তবে শুধু সারমেয় নয় ফটোতে আরও একটি প্রাণী লুকিয়ে আছে যা খুঁজে বের করতে হবে আপনাকে।

যতটা সোজা বলে মনে হলেও কিন্তু ৫% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন এখনও পর্যন্ত। যে কারণে বর্তমান সময়ে সবথেকে কঠিন ধাঁধা এই ফটো অনায়েসেই বলা যায়। উত্তর দেওয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় আছে আপনার কাছে। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ইতিমধ্যেই যারা ছবিটি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই তীক্ষ্ণ।

চোখের ধাঁধা: শুধু কুকুর নয়, ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বেড়াল, রইল ১০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

আপনিও মনে হচ্ছে তাহলে উত্তর দিতে পারবেন না। চলুল আমরাই দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের আসল উত্তর। বিড়ালটি লুকিয়ে রয়েছে বৃদ্ধার চুলের খোপার মধ্যে। বৃদ্ধার সাদা চুলের মধ্যে এমনভাবে বসে আছে যা বোঝার উপায় নেই। কিন্তু একমাত্র ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো।