Visual Test : ’83’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে ’88’! 15 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। ছবিতে অনেকগুলি '83'-এর মাঝে লুকিয়ে আছে একটি '88', আপনার কাছে সময় আছে মাত্র 15 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

Optical Illusion: হামেশাই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) নানান ছবি। এ ধরনের ছবিগুলি খুব সহজেই আমাদের দৃষ্টিভ্রম করে। এমন অনেকেই রয়েছেন যারা অবসর সময় একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে কাটাতে পছন্দ করেন। তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হল এ ধরনের ধাঁধার সমাধান করা। সাধারণ মানুষের চাহিদা মতোই বাড়ছে জনপ্রিয়তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Optical Illusion
অন্যান্য দিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ একটি মজার খেলা। প্রতিবেদনে যে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে সমগ্র ছবি জুড়ে লেখা রয়েছে 83। তবে যাদের ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তারাই কিন্তু এই ছবিতে খুঁজে পাবেন ব্যতিক্রমী একটি সংখ্যা। আর সেটাই আপনাদের খুঁজে নিতে হবে 15 সেকেন্ডের মধ্যে।
সময় শুরু হল এখন
নিজের তালে বয়ে চলেছে সময়
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে 83 র ভিড়ে লুকিয়ে রয়েছে 88।
দ্বিতীয়বার শুরু হল সময়
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়
আর মাত্র বাকি কয়েক সেকেন্ড
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন বামদিক থেকে ডান দিকের 2 নম্বর স্তম্ভের একেবারে শেষের দিকে ঘাপটি মেরে বসে রয়েছে ব্যতিক্রমী সংখ্যা 88।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্য নতুন এমন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।