চোখের ধাঁধা: ছবিতে অনেকগুলি ৯ এর মাঝে লুকিয়ে আছে একটি ৮! ২০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

সপ্তাহের প্রথমে কাজের চাপ থাকবে অনেক খানি। যে কারণে কাজ শেষ হয়ে গেলে আপনি সময় কাটানোর জন্য বিভিন্ন ধরণের ধাঁধা খেলা নিয়ে মত্ত থাকেন। পারবেন নাকি কয়েক সেকেন্ডের মধ্যেই একটি অংকের মাধ্যমে দুর্দান্ত ধাঁধার প্রশ্নের উত্তর দিতে? আপনি অংকে যদি খুব ভালো হন তাহলে অনায়েসেই এই প্রশ্নটির উত্তর কিছু সেকেন্ডের মধ্যেই সমাধান খুঁজে বের করে দেবেন। শুধু অংকে ভালো নয় দৃষ্টি শক্তি যদি তীক্ষ্ণ হয় তাহলেই খুব সহজে উত্তর দিতে পারবেন।
দেখুন ফটোতে ইংরেজিতে প্রচুর 9 লেখা আছে। তবে তার মধ্যেই লেখা আছে একটি 8 যা আপনাকে খুঁজে বের করতে হবে। চেষ্টা করুন ও ভালো করে দেখুন ফটোটি। আপনাকে যদিও ২০ সেকেন্ড সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। ইতি মধ্যেই কিন্তু আপনার সময় এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে।
মাত্র ৫% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্নে নাকি কোনো ৮ নেই সম্পূর্ণ প্রশ্নটাই ভুল। তবে আমরা বলছি এই সহজ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে। আপনিও তাহলে উত্তর দিতে পারলেন না তাই তো? নিচে তাহলে আপনাদের জন্য উত্তর দিয়ে দেওয়া হলো।
ফটোটিতে ভালো করে করে দেখুন 9 সংখ্যার মধ্যে কোনো 8 লুকিয়ে নেই। তবে আসলে এই 9 এর মধ্যে নেই কোনো 8। বরং ফটোর উপরে দেখুন একটা 8 লেখা আছে। বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রয়োগ করলেই সহজে দিতে পারতেন এই প্রশ্নের উত্তর। আরও এই ধরণের প্রশ্ন যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। তার আগে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে এই দুর্দান্ত ধাঁধাটি ভাগ করে নিতে ভুলবেন না।