চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ১০/১০ হলে ‘5’-এর ভিড়ে খুঁজে দেখান ‘3’, সময় মাত্র ১২ সেকেন্ড

অপটিক্যাল ইলিউশন মানেই আপনার মগজের চ্যালেঞ্জ। আপনার মস্তিষ্কের বুদ্ধিকে স্বাগত জানায় চোখের ও মনের একসাথে খেলার জন্য। আজও আপনার জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি যদি অপটিক্যাল ইলিউশন মাস্টার হন তবে এই ছবিতে লুকানো নম্বর খুঁজে বের করতে পারবেন। 5 সংখ্যাটির ভিড়েই লুকিয়ে আছে 3 সংখ্যা। আপনি কি দেখতে পাচ্ছেন? এই সংখ্যা খুঁজে বের করার খেলাতেই মেতেছেন প্রচুর মানুষ। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? তাহলে এই খেলার পদ্ধতি সম্পর্কে জানানো হবে।
উত্তর বের করার জন্য ১২ সেকেন্ড সময় থাকবে। সেখান থেকেই আপনাকে উত্তর দিতে হবে। কার্যত এখন থেকেই সেই খেলার সময় শুরু হবে যদি আপনি উত্তর দিতে চান। তাহলে এখন থেকে আপনার সময় শুরু হচ্ছে। তার মধ্যেই দেখে নিন বিশেষ কয়েকটি টিপস যার মাধ্যমে খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন।
- প্রথমে প্রশ্নটির নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করুন।
- স্তম্ভ ও সারি যেগুলি থাকবে সেগুলি পর পর মিলিয়ে দেখুন আপনার উত্তর বেরোচ্ছে কি না।
- প্রথমে উত্তর সঠিক না হলে অন্যরকম পদ্ধতিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
- উত্তর সঠিক না হলে আবার অন্য প্যাটার্ন মিলিয়ে দেখুন।
আসা করি টিপস গুলি আপনাদের উত্তর দিতে কাজে লেগেছে। সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ২৪ টি স্তম্ভ ও ১৫টি সারি বর্তমান। তার মধ্যেই ২১ নম্বর স্তম্ভের ১৩ নম্বর সারির সংখ্যাটি 5 নয় বরং আছে 3। বুঝতেই পারছেন প্রতিবেদনে এই সংখ্যাটি খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল আপনাকে। আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। যারা উত্তর দিতে পারেননি তাঁদের বোঝার সুবিধার নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হলো।