চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘6’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ‘0’! ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

অপটিক্যাল ইলিউশন সরাসরি আপনার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আপনার মস্তিষ্কের বুদ্ধি ও দৃষ্টিকে স্বাগত জানায় একসাথে খেলার জন্য। আজও আপনার জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি যদি অপটিক্যাল ইলিউশন মাস্টার হন তবে এই ছবিতে 6 সংখ্যার মাঝেই লুকানো আছে একটি 0 যা খুঁজে বের করতে হবে আপনাকে। এটি একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারেন। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? তাহলে এই দুর্দান্ত খেলার কিছু কথা আপনাকে আমরা জানাবো।
এই ধরণের খেলা মন-বিভ্রান্তির তৈরী করে। ১৫ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। বুদ্ধির এই খেলায় মাত্র হাতে গোনা কিছু মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। সময় ইতিমধ্যেই শুরু হলো। তার মাঝেই আমরা জানিয়ে রাখি আপনি কিভাবে সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কি কি সেই টিপস দেখে নিন –
- যে ছবিটি থাকবে তা বার বার দেখুন।
- কে কোনো নির্দিষ্ট স্তম্ভ ও সারি খুঁজে বের করুন।
- তারপরে সেই স্তম্ভ ও সারি ধরে মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
- উত্তর না খুঁজে পেলে আপনাকে আবারো শুরু থেকে খুঁজতে হবে মনোযোগ সহকারে।
সময় কার্যত শেষ।
৫
৪
৩
২
১
সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। তবে যারা 0 সংখ্যাটি খুঁজে পেয়েছেন তাঁদের অভিনন্দন জানাবো। কারণ ফটোতে কার্যত 6 এর বন্যা রয়েছে। মোট ৩০ টি স্তম্ভ ও ১৪ টি সারি বর্তমান। তার মধ্যেই ১০ নম্বর স্তম্ভের, ৯ নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। বাকি সব সংখ্যা 6 থাকলেও সেই সংখ্যাটি আছে 0। তাহলে আপনার উত্তর যদি আমাদের প্রতিবেদনের সাথে মিলে যায় অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার জন্য চিহ্ন করেও দেখানো হলো। আসা করি যারা পারলেন না পরবর্তী সময়ে অবশ্যই সফল হবেন।