Offbeat

Find The Difference : এই ছবি দুটির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য! রইলো খুঁজে বের করার চ্যালেঞ্জ

Advertisement
Advertisements

Find The Difference : ছোট বেলায় ফটোর মাধ্যমে ধাঁধা নিশ্চয়ই অনেকবার খেলেছেন। আর সেই খেলাই বর্তমানে আবারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের প্রতিবেদন দেখে আপনাকে দুটি ফটোর মধ্যে লুকিয়ে থাকা তিনটি পার্থক্য (Find The Difference) আছে সেটা খুঁজে বের করতে হবে। অবসর সময়ে নেটিজেনরা কিন্তু এই ধরণের খেলাতেই সবথেকে বেশি মত্ত থাকেন।

Can You Find The Difference On This Two Picture

 

Find The Difference

ফটোতে দেখা যাচ্ছে একটি মহিলা ও হাতিকে দাঁড়িয়ে থাকতে। যদিও ছবি দেখে মনে হচ্ছে কার্টুন ও পাশের ফটোটি ও কার্যত একই রকম দেখতে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও দুটির মধ্যে মোট তিনটি পার্থক্য লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই তিনটি পার্থক্য খুঁজে বের করার জন্য।

তাহলে কিন্তু ইতিমধ্যেই আপনার সময় শুরু হয়ে যাচ্ছে প্রস্তুত হয়ে যান…

ঘড়ি দৌড়াচ্ছে তাই আপনিও চেষ্টা চালিয়ে যান…

সময় কিন্তু শেষ হয়ে আসছে…

না আর সময় নেই এবার শেষ হয়ে গেল তবে আপনি উত্তর দিতে পারলেন না। মাত্র কিছু শতাংশ মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনাদের জন্য নিচে উত্তর দেওয়া হলো।

  1. প্রথম ফটোতে হাতির দুটি দাঁত সোজা আছে তবে দ্বিতীয় ফটোতে দেখুন একটি দাঁত বাঁকা।
  2. প্রথম ফটো আর দ্বিতীয় ফটোতে মেয়েটির মোজার রঙ পাল্টে গেছে।
  3. প্রথম ফটোতে মেয়েটির পিঠে যে ব্যাগ আছে তার পাশের পকেট ছোট তবে দ্বিতীয় ফটোতে সেটা বড়ো হয়ে গেছে।

Find The Difference : এই ছবি দুটির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য! রইলো খুঁজে বের করার চ্যালেঞ্জ

আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। যারা উত্তর দিতে পেরেছেন তাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে অভিনন্দন। আর যারা পারলেন না চিন্তা করার কিছু নেই পরের বার অবশ্যই পারবেন।