Spot The Difference : পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে কিছু পার্থক্য! 20 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) দাপাদাপি। এ ধরনের ছবিগুলি থেকে কখনো খুঁজে বার করতে হয় লুকিয়ে থাকা সংখ্যা কিংবা অক্ষর। কখনো আবার দুটি ছবির মধ্যে করতে হয় পার্থক্য। এ ধরনের ধাঁধার সমাধান একদিকে যেমন মজার ঠিক তেমনই আকর্ষণীয়। আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা অবসর সময় কাটিয়ে নেওয়ার জন্য কিংবা সারা দিনের ক্লান্তি দুর করতে ভরসা রাখেন এ ধরনের খেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি সমাধান করতে পারলে একদিকে যেমন আপনি দৃষ্টিশক্তির পরীক্ষা করতে পারবেন ঠিক তেমনই মন হয়ে যাবে চনমনে।
Today’s Optical Illusion
আজকের প্রতিবেদনে পাশাপাশি তুলে ধরা হয়েছে দুটি ছবি। খালি চোখে সেগুলি দেখলে হুবহু একই রকম মনে হলেও রয়েছে কিন্তু বিস্তর ফারাক। এই ধাঁধার সমাধান করার জন্য একদিকে যেমন থাকতে হবে তীক্ষ্ণ দৃষ্টি। ঠিক তেমনই থাকতে হবে বুদ্ধি। এই ধাঁধা সমাধানের জন্য আপনাদের হাতে রয়েছে 20 সেকেন্ড সময়।
সময় কিন্তু শুরু হয়ে গেছে
নিজের তালেই বয়ে যাচ্ছে সময়
তাড়াতাড়ি করুন সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
পার্থক্য গুলো কী খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই দুটি ছবির মধ্যে লুকিয়ে রয়েছে 6 টি পার্থক্য।
দ্বিতীয়বার সময় শুরু হয়ে গেছে
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে পার্থক্যগুলি লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হল।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিত্য নতুন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।