Offbeat

ছবির ধাঁধা : পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে 3টি পার্থক্য! আপনার দৃষ্টিশক্তি 20/20 হলে খুঁজে দেখান

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হচ্ছে নানান ধরনের মজার মজার খেলার ছবি। কখনো আমাদের খুঁজে বের করতে হচ্ছে লুকিয়ে থাকা সংখ্যা কিংবা অক্ষর। তো কখনো আবার পার্থক্য করতে হচ্ছে একই রকম দেখতে দুটি ছবির মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এমনই দুটি ছবি। সেই ছবি দুটি খালি নজরে দেখলে মনে হবে হুবহু একই রকম। তবে যাদের ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি শক্তি রয়েছে তারাই কিন্তু খুঁজে পাবেন পার্থক্য। এই ছবি দুটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Humppy প্রত্যেকদিন নিয়ম করে আপনাদের জন্য নিয়ে আসে নানান ধরনের মজার মজার খেলা। আজও কিন্তু তার অন্যথা হল না। আজকের প্রতিবেদনে যে দুটি ছবি তুলে ধরা হলো সেগুলি সমাধান করার জন্য প্রয়োজন ক্ষুরধার দৃষ্টি। এই ছবি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করার জন্য আপনাদের দেওয়া হবে 20 সেকেন্ড সময়।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সময়

নিজের তালে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়।

তাড়াতাড়ি করুন, সময় প্রায় শেষের দিকে।

5

4

3

2

1

পার্থক্য গুলো কি খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই দুটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে মোট 3 টি পার্থক্য।

দ্বিতীয়বার সময় শুরু হল এখন।

নিজের তালে বয়ে যাচ্ছে সময়

আর মাত্র বাকি কয়েক সেকেন্ড

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

আপনাদের বোঝার সুবিধার্থে ছবিতে লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হল লুকিয়ে থাকা পার্থক্যগুলি।

যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যারা উত্তর খুঁজে পেলেন না তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই নিত্য নতুন খেলা নিয়ে হাজির হব আমরা।