ছবির ধাঁধা : পাশাপাশি দুটি একইরকম ছবির মধ্যে লুকিয়ে রয়েছে কিছু পার্থক্য! 20 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। পাশাপাশি দুটি একইরকম ছবির মধ্যে লুকিয়ে রয়েছে কিছু পার্থক্য, আপনার কাছে সময় আছে মাত্র 20 সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছেন? সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখতেও আর ভালো লাগছে না? তাহলে ভরসা রাখতে পারেন ধাঁধা সমাধানের খেলায়। এতে যেমন একদিকে সময় কেটে যাবে সহজেই ঠিক তেমনই মন এবং মস্তিষ্ক দুই হবে ভালো। আসলে ধাঁধা সমাধানের ফলে খুলে যায় মস্তিষ্কের জটিল জট। খুব সহজেই পরীক্ষা করে নেওয়া যায় দৃষ্টিশক্তি। আর সে কারণেই তো নিত্যদিন ভাইরাল হচ্ছে নানান ধরনের ধাঁধার ছবি।
ধাঁধার তালা চাবি খুলতে গিয়ে খুলে যায় মনের জানলা। Humppy আপনাদের কথা চিন্তা করে অবসর সময় সহজেই কাটিয়ে তুলতে নিত্যদিন নিয়ে আসে নানান ধরনের ধাঁধার খেলা। আজও চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুটি ছবি। সেগুলি খালি চোখে দেখলে হুবহু এক মনে হলেও ছবিতে রয়েছে বিস্তর ফারাক। তবে সে পার্থক্য গুলো খুঁজে নেওয়ার জন্য থাকতে হবে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। 20 সেকেন্ডের মধ্যে উত্তর খুঁজে নিতে পারলেই জিনিয়াস।
সময় কিন্তু শুরু হয়ে গেছে।
তাড়াতাড়ি করুন সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
খুঁজে পেলেন উত্তর? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ছবিতে মোট 3 টি পার্থক্য লুকিয়ে রয়েছে।
দ্বিতীয়বারের সময় কিন্তু শুরু হয়ে গেছে।
সময় বয়ে চলেছে নিজের তালে।
সময় প্রায় শেষের দিকে
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
- বামদিকের ছবিতে মেয়েটির চুলে তিনটি সাদা রংয়ের অংশ দেখা যাচ্ছে তবে ডান দিকের ছবিতে রয়েছে দুটি।
- বামদিকের কম্পিউটার স্ট্যান্ড গোল হলেও ডান দিকেরটা কিন্তু লম্বা।
- বামদিকের ছবিতে পেছনের দিকের ড্রয়ারের হাতলটি বেশ লম্বা। ডান দিকেরটা কিন্তু আবার ছোটো।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচের ছবিতে চিহ্নিত করে দেওয়া হলো পার্থক্যগুলি।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে নিত্য নতুন আরও খেলা নিয়ে হাজির হবো আমরা।