ছবির ধাঁধা : পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য! রইল ২০ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ধরনের ধাঁধার ছবি। তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে একেবারে শীর্ষস্থান দখল করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। তবে এ ধরনের ধাঁধা সমাধানের জন্য শুধু চোখের দৃষ্টিশক্তি প্রখর হলেই চলে না, থাকতে হয় প্রবল বুদ্ধিমত্তাও। আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা খুব সহজেই সমাধান করে দিতে পারেন কঠিন কঠিন ধাঁধার। আবার অনেকের ধাঁধা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Optical Illusion
Humppy নিত্যদিনের মতোই আজও আপনাদের জন্য নিয়ে এসেছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি। আজকের প্রতিবেদনে যে ছবি দুটি তুলে ধরা হয়েছে সেগুলি খালি চোখে হুবহু একইরকম দেখতে হলেও রয়েছে বিস্তর ফারাক। 20 সেকেন্ডের মধ্যে ছবি দুটির মধ্যে পার্থক্য করতে পারলেই জিনিয়াস।
সময় শুরু হল এখন
সময় বয়ে চলেছে
5
4
3
2
1
খুঁজে পেলেন? আচ্ছা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে সুযোগ। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, হুবহু একই রকম দেখতে এই দুটি ছবির মধ্যে রয়েছে মোট 3 টি পার্থক্য।
দ্বিতীয়বার শুরু হল সময়
সময় বয়ে চলেছে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আপনাদের সুবিধার্থে নিচের ছবিতে পার্থক্যগুলি লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হলো।
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে বহু চেষ্টার পরেও যারা উত্তর খুঁজে পেলেন না তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই আপনাদের জন্য নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।