Offbeat

ছবির ধাঁধা : পাশাপাশি দুটি একইরকম ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ৩টি পার্থক্য! ২০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত ও নতুন একটি ছবির ধাঁধা। পাশাপাশি দুটি একইরকম ছবির মধ্যে লুকিয়ে রয়েছে কিছু পার্থক্য, আপনার কাছে সময় আছে মাত্র ২০ সেকেন্ড। দেখুন তো খুঁজে পান কি না।

আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছেন যারা ধাঁধা (Optical Illusion) সমাধান করতে ভীষণ ভালোবাসেন। এমনকি এই একটি কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন তারা। আসলে ধাঁধা সমাধান যেমন আমাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় ঠিক তেমনই বাড়িয়ে তোলে মস্তিষ্কের কার্যক্ষমতা। কেটে যায় অবসর সময়। আর সে কারণেই নিত্যদিন সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ধরনের ধাঁধার ছবি।

Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের ধাঁধার ছবি নিয়ে হাজির হয়। আজও কিন্তু সময় মতো চলে এসেছি আমরা। অন্যান্য দিনের তুলনায় আজকের ধাঁধাটি একটু কঠিন। আজ ছবিতে লুকিয়ে থাকা কোনো সংখ্যা বা নম্বর খুঁজতে হবে না আপনাদের বরং দুটি ছবির মধ্যে করতে হবে পার্থক্য। মাত্র 20 সেকেন্ডের মধ্যেই খুঁজে নিতে হবে সেগুলি।

সময় বয়ে চলেছে

10

9

8

7

6

5

4

3

2

1

পার্থক্য গুলো কী খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই দুটি ছবির মধ্যে মোট 3 টি পার্থক্য লুকিয়ে আছে।

ঘড়ি কিন্তু নিজের মতো এগিয়ে চলেছে।

তাড়াতাড়ি করুন সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন দুটি ছবির দিকে। এক নজরে এগুলিকে দেখতে একই রকম মনে হলেও মোট 3 টি পার্থক্য লুকিয়ে রয়েছে দুটি ছবিতে। দেখুন দুটি ক্যাঙারুর পেটের রংটা আলাদা। একটা কান একটু অন্যরকম। আবার একটু পিছন দিকে তাকান তাহলে দেখতে পাবেন একটি ছবিতে ঘাস থাকলেও অন্যটিতে নেই। আপনাদের বোঝা সুবিধার জন্য নিচে ছবিটিতে মার্ক করে দেওয়া হল।

যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারলেন না তারা আবার হতাশ হয়ে যাবেন না যেন। এমন অনেক খেলা নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আমরা।