ছবির ধাঁধা : পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে ৭টি পার্থক্য! আপনার দৃষ্টিশক্তি ২০/২০ হলে খুঁজে দেখান

আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কঠিন ধাঁধার সমাধান করে দিতে পারেন। তবে এ ধরনের ধাঁধা দেখতে যতটা সহজ সমাধান করা কিন্তু ততটাই কঠিন। আসলে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলাগুলি এক ধরনের নয়। এ ধরনের ছবি থেকে কখনো আমাদের খুঁজে নিতে হয় লুকিয়ে থাকা অবয়ব বা অক্ষর কিংবা সংখ্যা। আবার কখনো দুটি ছবির মধ্যে করতে হয় পার্থক্য। সম্প্রতি তেমনই দুটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই দুটি ছবির মধ্যে পার্থক্য করতে গিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মূলত এমনভাবে তৈরি করা হয় যে এগুলি সহজেই পরীক্ষা করে একজন মানুষের দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের তীক্ষ্ণতা। আজকের প্রতিবেদনে যে দুটি ছবি তুলে ধরা হয়েছে সেগুলি হুবহু একই রকম দেখতে হলেও রয়েছে কিন্তু বিস্তর ফারাক। আর সেই পার্থক্যগুলি খুঁজে নিতে হবে আপনাদের। তাও আবার 16 সেকেন্ডের মধ্যে।
সময় শুরু হল এখন
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
পার্থক্য গুলো কী খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই দুটি ছবির মধ্যে মোট 7 টি পার্থক্য লুকিয়ে রয়েছে।
দ্বিতীয়বার শুরু হল সময়
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আপনাদের বোঝার সুবিধার্থে নিচের ছবিতে পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হল।
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।