Interview Question : মেয়েদের শরীরের কোন জায়গায় হাড় থাকে না? ৯৯% মানুষই জানেন না

‛মেয়েদের শরীরের কোন অংশে হাড় থাকেনা’? এর উত্তর কি আপনার কাছে জানা আছে? এক্ষেত্রে অধিকাংশ মানুষেরই উত্তর হবে না জানা নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর জেনেই বা কি হবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি শুধুমাত্র জানার নিরিখে এই প্রশ্নের উত্তর না জানলেও হতো। কিন্তু ধরুন যদি কোনো ইন্টারভিউতে গিয়ে আপনাকে এই প্রশ্ন করা হয় তখন আপনি কি করবেন?
আজকালদিনের মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই লজ্জায় পরে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক।
১.পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থটির নাম কি?
হিরে
২.ভারতের জাতীয় গাছ কোনটি?
বটগাছ
৩.বিশ্বের সবচেয়ে সাধারণ অসংক্রামক রোগ কোনটি?
দাঁতের ক্ষয়
৪.কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত?
মঙ্গল গ্রহ
৫.কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
কোসি নদীকে
৬.আরব সাগরে অবস্থিত ভারতীয় দীপপুঞ্জের নাম কোনটি?
লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ
৭.মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে?
রাকেশ শর্মা
৮.বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
মেঘালয়ের মৌসিনরামে
৯.ভারতকে প্রায় দুই ভাগে বিভক্ত করা কাল্পনিক রেখার নাম কি?
কর্কটক্রান্তি রেখা
১০.মেয়েদের শরীরের কোন অংশে হাড় থাকে না?
জিভ (ছেলে বলুন বা মেয়ে উভয়ের জিভেই হাড় থাকেনা। কেবলমাত্র বিভ্রান্ত করার জন্য মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়)।
তাহলে আর কি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে সহজেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন।