স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও কেন ইঞ্জিন বন্ধ করা হয় না? ৯৯% মানুষ বলতে পারে না

ভারতীয় রেলে (Indian Railways) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। ট্রেনে চাপলেও আমরা ভারতীয় রেল সম্পর্কে অনেক কিছুই জানি না। তেমনই আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিন কোনসময় বন্ধ করা হয় না। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন কিন্তু বেশিরভাগ মানুষ প্রতিদিন স্টেশনে গেলেও এই ব্যাপারে হয়তো মাথা ঘামাননি।
আসলে ট্রেনের ইঞ্জিন চালু করতে বেশ খানিকটা সময় লাগে। কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট খরচ হয় যে কোনো ট্রেনের ইঞ্জিন চালু করতে। প্রতিটি ট্রেন স্টেশনে দাঁড়ায় কিছু সেকেন্ডের বা কয়েক মিনিটের জন্য। তার মধ্যে সবুজ সিগন্যাল হয়ে গেলে ট্রেন ছেড়ে দিতে হবে। এর মধ্যে যদি ইঞ্জিন বন্ধ করে আবার চালু করতে হয় তাহলে সেইসময় দেরি হবে এবং ফলে দুর্ঘটনা ঘটার প্রভাব বেড়ে যায়।
এছাড়া ট্রেনে ব্যবহার করা হয় এয়ার কম্প্রেসার ব্রেক। তাই বাতাসের সঠিক চাপ ভিতরে আসার জন্য প্রয়োজন ইঞ্চিন চালু থাকা। আবার ডিজেল ইঞ্জিন চালু করার জন্য প্রয়োজন ব্যাটারী ও সম্পূর্ণ চার্জের দরকার হয়। তাই বারবার যদি ইঞ্জিন চালু বন্ধ করা হয় তাহলে অনেক চার্জ নষ্ট হবে। সেই ক্ষেত্রে একবার চালু করলে প্রতি স্টেশনে বারবার বন্ধ করা খুব সমস্যার।
তাহলে আজ নিশ্চয়ই দুর্দান্ত একটা তথ্য জানলেন এই প্রতিবেদনের মাধ্যমে। আরও মজাদার ও অজানা তথ্য জানতে আমাদের পেজ নিয়মিত ফলো করুন।