OffbeatBrain Teasers

বুদ্ধির খেলা: সাংকেতিক ইমোজি দেখে বলতে হবে একটি তাৎপর্যপূর্ণ শব্দ, বলতে পারলেই আপনি জিনিয়াস!

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে জানার কৌতুহল থাকে কমবেশি প্রায় সকলেরই। আর সে কারণে অনেকেই ভরসা রাখেন অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মতো ধাঁধা গুলিতে। আসলে এ ধরনের সমাধান করতে পারলেই বোঝা যায় একজন ব্যক্তির আইকিউ লেভেল সম্পর্কে। এছাড়াও চোখের দৃষ্টির তীক্ষ্ণতা এবং মস্তিষ্কের তীক্ষ্ণতা খুব সহজে পরীক্ষা করে নেওয়া যায় নানান ধরনের ধাঁধা সমাধান করলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Optical Illusion

Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে নানান ধরনের মজার খেলা। সেই রেশ বজায় রেখে আজও চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে তার সমাধান করার জন্য কেবলমাত্র দৃষ্টিশক্তি তীক্ষ্ণ থাকলেই চলবে না। বরং থাকতে হবে উপস্থিত বুদ্ধি। আজ বেশ কয়েকটি সাংকেতিক চিহ্ন দেখে বলতে হবে একটি শব্দ। 15 সেকেন্ডের মধ্যে এই জবাব দিতে পারলেই চ্যাম্পিয়ন।

প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা রয়েছে সেখানে প্রথমেই দেখা যাচ্ছে একটি সিংহ। এরপরেই রয়েছে একটি ইমোজি। তারপরে চাঁদ মামা। এই তিনটি ইমোজিকে একত্রিত ব্যবহার করেই তৈরি করতে হবে একটি শব্দ। তাহলে আর দেরি না করে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সময় কিন্তু শুরু হয়ে গেছে।

আর মাত্র বাকি কয়েক সেকেন্ড

5

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন যে তিনটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সিংহ। তার চোখ বন্ধ অবস্থায় দেখা যাচ্ছে। এরপরে যে ইমোজিটি ব্যবহার করা হয়েছে সেটি সাধারণত আমরা ঘুম বোঝাতে ব্যবহার করে থাকি। এরপরই দেখা যাচ্ছে চাঁদ মামা। অর্থাৎ উত্তরটি হবে, ‘The Lion Sleeps Tonight’।