Offbeat

ইন্টারভিউ প্রশ্ন: বলুন তো কোন প্রানীর বাচ্চা ডিমের ভেতর কথা বলে এমনকি গানও গায়? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যার্থ!

Interview Questions: চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম। কেউ সরকারি চাকরি পাওয়ার জন্য একের পর এক দিয়ে চলেছেন পরীক্ষা। কেউ আবার বেসরকারি কাজেই খুশি। তবে চাকরি পাওয়ার আগে কমবেশি সকলকেই দিতে হয় ইন্টারভিউ। ইন্টারভিউতে (Interview) যে কেবলমাত্র পুঁথিগত বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এমনটা কিন্তু নয়। কখনো কখনো পারিপার্শ্বিক ও জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধি কতটা সেটা পরীক্ষা করার জন্যই এমন বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে (Interview Questions)।

আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো তেমনই একটি অদ্ভুত প্রশ্ন। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কপালে ঘামের বিন্দু জমেছে চাকরিপ্রার্থীদের। আচ্ছা বলতে পারবেন ডিমের ভেতরে থাকা অবস্থায় কোন প্রাণী কথা বলতে কিংবা গান গাইতে পারে? মাথায় হাত পড়ে গেল তাইতো? আসলে পৃথিবী জুড়ে যে কয়েকটি প্রাণী রয়েছে তাদের সকলেরই বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন।

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন এক প্রাণী রয়েছে যার বাচ্চারা ডিমের মধ্যেই কথা বলতে পারে। সুইজারল্যান্ড এর জুরিখ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র তথা বর্তমানের বিজ্ঞানী গ্যাব্রিয়েল জর্জিউইচ কোহেন এমনই এক তথ্য দিয়েছেন। এই প্রাণীটির নাম হল কচ্ছপ। বিজ্ঞানী এক ধরনের বিশেষ মাইক ব্যবহার করে বুঝতে পেরেছিলেন যে ডিমের ভেতরে থাকা অবস্থাতেই গান করতে পারে কচ্ছপের বাচ্চারা।

মা কচ্ছপের সঙ্গে যোগাযোগ করার জন্যই এমন গান তারা করে থাকে। ডিম ফোটার সময় যাতে অন্যান্য শিকারি প্রাণীদের হাত থেকে তারা রক্ষা পায় সে কারণেই নাকি এই পদ্ধতি। যদিও খালি কানে মোটেই শোনা যাবে না কচ্ছপের এই গান। তবে যাই হোক না কেন বিজ্ঞানীর দেওয়া এই তথ্য রীতিমতো অবাক করে দিয়েছিল বিশ্ববাসীকে।