General Knowledge: বলুন তো, ভারতের ভারতের জাতীয় মাছ কী? ৯৯% মানুষ সঠিক উত্তর দিতে ব্যর্থ!

Knowledge Story: বর্তমানে 8 থেকে 80 সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে সবকিছুই হাতের মুঠোয়। যে কোনো প্রশ্নের উত্তর সহজেই খুঁজে পাওয়া যায় গুগুলে। তবে এসবের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কেও থাকতে হবে অবগত। আসলে বর্তমান সময় সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করা হয়। আর তাই যারা চাকরির সন্ধান করছেন তাদের এই বিষয়ে থাকতে হবে অবগত।
humppy.com মাঝেমধ্যেই আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হয়। আজকেও হলো না তার অন্যথা। আজকের প্রতিবেদনে একটি নয় বরং বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হলো। যে প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে রীতিমত কালঘাম ছুটে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। দেখুনতো আপনার উত্তরগুলো জানা আছে কিনা?
1) গোটা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ রয়েছেন?
- উত্তর: খ্রিস্ট ধর্ম। গোটা বিশ্বজুড়ে আনুমানিক 7.4 বিলিয়ন মানুষের বসবাস। আর তার মধ্যে 2.4 বিলিয়ন মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী।
2) বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল?
- উত্তর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসির সাজা ঘোষণা করেছিল আদালত। তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল।
3) বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটি?
- উত্তর: বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড।
4) কোন দেশে সবথেকে বেশি পরিমাণে শূকর পাওয়া যায়?
- উত্তর: চিনে।
5) লিপস্টিক লাগানোর ফলে কোন রোগ হতে পারে?
- উত্তর: লিপস্টিকের ব্যবহারে হতে পারে ক্যান্সার।
6) কোন রং দেখে সাপ পাগল হয়ে যায়?
- উত্তর: নীল রং দেখলে সাপ পাগল হয়ে যায়।
7) বলুন তো ভারতের জাতীয় মাছ কোনটি?
- উত্তর: ইলিশ কিংবা রুই নয়। ভারতের জাতীয় মাছ গাঙ্গেয় ডলফিন।