Offbeat

বলুন তো, 1 লিটার তেলে কতদূর ছোটে ভারতীয় ট্রেন? ৯৯% মানুষ প্রশ্ন শুনে মাথা চুলকাচ্ছেন

Unknown Facts: ট্রেনে চড়তে পছন্দ করেন না এমন মানুষ দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। আসলে ট্রেনের ওপর নির্ভর করে প্রত্যেক দিন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করছেন ভারতের হাফ কোটিরও বেশি মানুষ। আর তাই গণপরিবহনের লাইফলাইন বলা হয় ট্রেনকে। তবে ট্রেনে প্রতিদিন যাতায়াত করলেও অনেকেই জানেন না ট্রেনের নানান বিষয় সম্পর্কে। তেমনই একটি প্রশ্ন হল 1 লিটার ডিজেলে কতদূর ছুটতে পারে ট্রেন? সে কথাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

মাইলেজ নিয়ে বরাবরই সাধারণ মানুষের মনে থাকে নানান প্রশ্ন। আর সে কারণেই তো শোরুম থেকে নতুন গাড়ি কিংবা বাইক, স্কুটি কিনতে গেলেই প্রথমেই মাইলেজ কত সেটা জেনে নেন সাধারণ। তবে যানবাহনের ক্ষেত্রে এর উত্তর পাওয়া গেলেও ট্রেনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা মোটেই সহজ নয়। আসলে প্রতিটি ট্রেনের ক্ষেত্রে পাওয়া যায় আলাদা আলাদা মাইলেজ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, লোকাল ট্রেনের কথা যদি বলা হয় তাহলে এক্ষেত্রে মাইলেজ কিন্তু অনেকটাই কম। কারণ এ ধরনের ট্রেন অনেক ধীরগতিতে চলে। পাশাপাশি একাধিক স্টেশনে দাঁড়াতে হয় আর সে কারণেই বারবার ব্রেক চাপতে হয় লোকো পাইলটকে।

ডিজেল ইঞ্জিন চালিত 12 কোচের ট্রেনে 1 কিলোমিটার যেতে 6 লিটার জ্বালানির প্রয়োজন পড়ে। আবার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিন্তু বিষয়টি আলাদা। এক্ষেত্রে 12 কোচের ট্রেনে 1 কিলোমিটার পৌঁছাতে জ্বালানি খরচ হয় 4-4.5 লিটার। আবার এমনও বেশকিছু ট্রেন রয়েছে যেগুলির বগি সংখ্যা অনেকটাই বেশি। তাহলে বুঝতেই পারছেন সে সমস্ত ট্রেনে জ্বালানির খরচটাও কিন্তু অনেকটাই বেশি।

ভারতীয় রেল দফতর সূত্রে খবর, সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় যাত্রীবাহী ট্রেনগুলিতে ডিজেলের খরচ হয় বেশি। অন্যদিকে এক্সপ্রেস ট্রেন গুলি একটি নির্দিষ্ট গন্তব্য পৌঁছানোর জন্য দ্রুত গতিতে ছুটতে থাকে ফলে অতিরিক্ত চাপ তৈরি হয় না ইঞ্জিনে। আর সে কারণেই তুলনায় অনেকটাই কম খরচ হয় ডিজেল।