প্রতিটি স্মার্টফোনের নীচে থাকা এই ছোট্ট ছিদ্রটির বিশেষ কাজ আছে, ৯৯% মানুষ বলতে পারে না

ভারতে এখন প্রতিটি ঘরে ঘরে স্মার্ট ফোন ব্যবহারকারি আছেন। জিও আসার সুবাদে কার্যত সবাই স্মার্টফোনের দিকেই ঝুঁকেছেন বেশি। যদিও অনেকেই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অবগত নন। ফোনের মধ্যে এমন অনেক মূল্যবান কাজের জিনিস থাকে যা আমার আপনার থেকে সম্পূর্ণ অজানা। আজ আপনাদের স্মার্টফোনে লুকিয়ে থাকা এমন একটি তথ্য জানাবো যা জানলে আপনি পুরো চমকে যাবেন।
আসলে প্রতিটি স্মার্টফোনের নিচে একটি ছোট ছিদ্র থাকে। তবে এই ছিদ্রকে মনে করা হয় ফোনের ডিজাইন হিসাবে। কিন্তু না ফোনের ডিজাইন নয় বরং এটার একটা দারুন কাজ আছে যা আপনারা জানলে চমকে উঠবেন। ৯৯% মানুষ এর কাজ সম্পর্কে অবগত নন। কারণ স্পিকারের নিচে থাকা ছোট্ট এই ছিদ্র দেখলে কাজ নেই এটা বলাই যায়।
এই ছিদ্রটি তৈরী করা হয়েছে ‘নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন’ হিসাবে। যার জন্য আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় আশেপাশের বাজে ও অতিরিক্ত শব্দ সেই ব্যক্তির কাছে পৌঁছয় না। এই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পিছন থেকে আসা যে কোনো শব্দ খুব সহজেই ব্লক করে নেয়।
কোলাহলপূর্ণ রাস্তা ঘাটে কাউকে কল করতে পারতেন না যদি এই মাইক্রোফোন না থাকতো। যে কারণেই এই নয়েজ ক্যানসেলেসন মাইক্রোফোনের বিশেষ দরকার পড়ছ। শুধু তাই নয় ফোনের আরও আলাদা আলাদা অজানা ও লুকানো কিছু ফিচার্স সম্পর্কে জানলে আপনার হুঁশ উড়তে বাধ্য। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন পড়ে জানাতে ভুলবেন না কিন্তু।