Offbeat

ছবির ধাঁধা : ছবিতে এই ছেলেটির নাম কি? ৯৯% মানুষই বলতে পারেন না

Advertisement

সোশ্যাল মিডিয়া (Social Media) মানেই প্রতিদিন নতুন কিছু। ছোট থেকে বড়ো সকলের জন্য আলাদা আলাদা জিনিস থাকে। এখন তো ছোট থেকেই স্মার্ট ফোন চালাতে ওস্তাদ হয়ে যায় সকলে। পাঁচ বছর বয়স থেকেই মাথার বুদ্ধি বাড়তে থাকে। আর সেখানে ধাঁধার ছবি গুলি সবথেকে আকর্ষণীয়। করবেন নাকি একটি বুদ্ধির পরীক্ষা। সম্প্রতি একটি ধাঁধায় (Optical Illusion) মগ্ন আছে নেট নাগরিকরা। আজ আপনার সামনেই সেই প্রশ্ন নিয়েই হাজির হয়েছি।

ছবির ধাঁধা : ছবিতে এই ছেলেটির নাম কি? ৯৯% মানুষই বলতে পারেন না

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে। আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির B বর্ণ ও একটি লাল ষাঁড়ের ইমোজি। এই সংকেত থেকে আপনাকে সেই ছেলেটির নাম কি হবে তা খুঁজে বের করতে হবে। আপনার আগে মাত্র ১% মানুষ সফল হয়েছেন। যদিও খুব কঠিন বলা চলে না এই ধাঁধাটিকে। তবুও দৃষ্টি ও বুদ্ধির উপরে জোর দিলেই পারবেন উত্তর দিতে।

আপনার জন্য ৭ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। উত্তর খুঁজতে শুরু করে দিন সময় চলছে। কি খুঁজে পাচ্ছেন না উত্তর। বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনের শেষে সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি।

৩…২…১…

আপনার সময় শেষ হলো। এবার উত্তর দেখুন। ফটোতে ইংরেজিতে B অক্ষর আছে। নিচেই আছে লাল ষাঁড়ের ফটো। ষাঁড়কে ইংরেজিতে বলা হয় Bull (বুল)। এবার নামের অর্থ মাথায় রেখে B কে Ba ধরা হলো। তার পরেই হবে বুল। অর্থাৎ Ba+Bull = Babul। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে জিনিয়াস তকমা হাসিল করেছেন।