Offbeat

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা ছেলেটির নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

Advertisement

সোশ্যাল মিডিয়াতে (Social Media) সবচেয়ে আকর্ষণীয় (Interesting) হলো ধাঁধা। সময় ও সুযোগ পেলে আপনিও নিশ্চয়ই সেই খেলা খেলতে ভালোবাসেন। বিশেষ করে তো ছোট শিশুদের বুদ্ধি বাড়াতেও এই ধরণের খেলা খুবই এখন ভালো কাজ করছে। ছোট শিশু বলতেই মনে পড়লো আজকের ধাঁধা কিন্তু তৈরী হয়েছে ছোট শিশুকে নিয়ে। যে কারণে অনায়েসেই আপনার শিশু হয়ে উঠবে বুদ্ধিমান। বিশেষজ্ঞরা বলেন আপনি যখন বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন তখনই আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। তাহলে আজকেও একটি বিশেষ ধাঁধার সমাধান করে ফেলুন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। দেখা যাচ্ছে একটি ছোট শিশুর ফটো। তবে এর নাম কি আপনি বলতে পারবেন? এই ফটো থেকেই আপনাকে সেই ছেলেটির নাম বের করতে হবে। আর তার পাশে আছে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে একটি মৌমাছির ছবি। আর তার নিচে রয়েছে সবার পরিচিত ক্রোম ব্রাউজারের আইকন।

আপনার আগে প্রচুর মানুষ এর চেষ্টা করেছিল। কিন্তু শুধুমাত্র ৫% মানুষ সফল হয়েছেন। আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ৯ সেকেন্ড সময় দেওয়া হবে। কি পারবেন তো উত্তর দিতে? তাহলে তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। কি চ্যালেঞ্জ নিলেন তো? তাহলে এবার চটপট উত্তর দেওয়ার কাজে লেগে পরুন।

সময় আপনার ছুটে চলেছে।

প্রায় শেষের পথে।

৩…২…১…

বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে থাকা ছেলেটির নাম কি, ৯৯% মানুষ হয়েছেন ব্যর্থ

ব্যাস, আপনার সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন আপনার উত্তর সঠিক হয়েছে কি না। ফটোতে আছে মৌমাছি অর্থাৎ ‘Bee‘ বা ‘বি‘। তার নিচে আছে ক্রোম ব্রাউজারের আইকন। দুটো এবার মিলিয়ে দেখলে হয় বি + ক্রোম = বিক্রম। সুতরাং ছেলেটির নাম হবে ‘বিক্রম‘। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যারা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে জিনিয়াস।