Offbeat

সজনের ডাঁটার ইংরেজি কী? ৯৯% মানুষ ডাহা ফেল, আপনি জানেন?

Advertisement

আজকালকার যুগে মানুষজন চাইনিজ, কন্টিনেন্টাল খাবার খেতে বেশি পছন্দ করেন। তবে, সেসব সবসময় খাওয়া যেমন ঠিক নয় তেমন আবার বাঙালির ডাল-ভাত ছাড়া দিন চলেনা। আর সঙ্গে তো সবজি তো রয়েছেই। সবজির তালিকায় আলু, বেগুন, পটল, উচ্ছে, কুমড়ো, সজনে ডাটা সবই রয়েছে। আর এসব কিছু বাংলা নামেই সকলে অভ্যস্ত। কিন্তু কোন সবজিকে ইংরেজিতে কি বলে সেই নাম অনেকেরই অজানা থাকে।

সজনের ডাঁটার ইংরেজি কী? ৯৯% মানুষ ডাহা ফেল, আপনি জানেন?

বর্তমানে গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর এই সময় হালকা পাতলা খাবার বিশেষ করে সবজি খাওয়াটা বেশি উপকারী। আর সেই সবজির তালিকায় সজনে ডাটা তো রয়েছেই। শুক্তো হোক বা কোনো তরকারি সর্ষে-পোস্ত দিয়ে সজনে ডাটার স্বাদ অনেকের কাছেই বেশ প্রিয়। তবে, সজনে ডাটার ইংরেজি নাম কি সেটা জানেন কি? ৯৯ শতাংশ মানুষ আছে এটির ইংরেজি নাম জানেন না।

সজনের ডাঁটার ইংরেজি কী? ৯৯% মানুষ ডাহা ফেল, আপনি জানেন?

তবে, আজকের এই প্রতিবেদনে আপনাদের সে বিষয়েই বলবো। সজনে ডাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর তাইতো সজনে ডাটার কোনো পদ অনেকের কাছেই বেশ পছন্দের। তবে, এই সজনে ডাটাকে সকলে বাংলা নামেই বেশি চেনেন। এর ইংরেজি নাম কি সেটা অনেকেই জানেন না। চলুন তবে জেনে নিন। সজনে ডাঁটার ইংরেজি নাম ‛ড্রামস্টিক’ (Drumstick)।

সজনের ডাঁটার ইংরেজি কী? ৯৯% মানুষ ডাহা ফেল, আপনি জানেন?

আমরা চিকেন ড্রামস্টিকের নাম অনেকেই শুনেছি এমনকি খেয়েছিও বটে। তবে, সজনে ডাঁটাকে যে ইংরেজিতে ‛ড্রামস্টিক’ (Drumstick) বলা হয় তা অনেকের কাছেই জানেন। তাহলে আজ জেনে গেলেন সজনে ডাঁটার ইংরেজি নাম। এবার প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।