
ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ট্রেনে চাপলেও আমরা ভারতীয় রেল সম্পর্কে কার্যত অনেক তথ্যই জানি না। যেমন ভারতে মোট রেল স্টেশনের সংখ্যা কত কিংবা লোকাল ট্রেনের বগি নয় কিংবা বারো কামরার হয় কেন। এই ধরণের প্রচুর প্রশ্ন আছে যা অজান্তেই আমরা জানার আগ্রহ দেখাই না। তবে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে ট্রেন বা রেলের বাংলা অভিধান কি?
৯৯% মানুষই কার্যত এই প্রশ্নের উত্তর জানেন না। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল পরিষেবা। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রেল পরিষেবা নিয়ে থাকেন। তবে প্রতিদিন ব্যবহার করা Train -এর বাংলা অর্থ কি হতে পারে বলুন তো? ট্রেন শব্দটি আদতে ফরাসি ‘ট্রেনার’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে।
সাধারণত এক ধরণের পরিবহণকে বোঝাতে ব্যবহার করা হয়। বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল। ট্রেনের বাংলা হল ‘লৌহপথগামিনী’ বা‘লৌহশকট’। শুনতে অবাক কিংবা বলতে গেলে বেশ শক্ত মনে হলেও আদতে এই নামেই ডাকা হয় ট্রেন বা রেলকে।
আজ থেকে আপনি নিশ্চয়ই মাঝে মধ্যে এই ধরণের কিছু শব্দ বাংলায় ব্যবহার করবেন। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি বাঙালির একান্ত কর্তব্য। তাই কিছু কিছু সময়ে অবশ্যই বাংলা ভাষাকে বলার চেষ্টা করাও প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে।