
ছোটবেলার শুরুতেই আমাদের প্রথম বন্ধু থাকে পেনসিল। পেন অবধি পৌঁছাতে আমাদের বেশ অনেকেটা সময় লাগে। কিন্তু হাতেখড়ি হয়ে যাওয়ার পর থেকে পেনসিল, স্লেট, চক হয়ে ওঠে আমাদের প্রিয় বন্ধু। স্লেটের উপর চক দিয়ে হাজার একটা লেখা বলুন বা পেনসিল দিয়ে খাতায় আঁকা সব যেন আজও চোখে ভাসে। একটা শিশুর গোটা ছেলেবেলাটা পেনসিলেই কেটে যায়। তবে, শুধু লেখার কাজেই নয় অনেক আঁকাবুকির ক্ষেত্রেও পেনসিলই কিন্তু আমাদের একমাত্র ভরসা।
বহুমানুষ আছেন কিনা যারা আঁকতে খুব ভালোবাসেন। আর তাই তাদের কাছে পেনের পাশাপাশি আপনি একটি পেনসিলও পাবেন। তবে, এতো পেনসিল নিয়ে আলোচনা হল কিন্তু পেনসিলের বাংলা কি তা জানা আছে কি? ৯৯% মানুষ আছেন যারা কিনা পেনসিলের বাংলা নাম জানেন না। আসলে এমন কিছু কিছু শব্দ আছে যা আমরা বাংলার চেয়েও ইংরেজি নামে বেশি ব্যবহার করি।
বলতে গেলে আজকালকার জেনারেশনে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ কথার ক্ষেত্রেই ইংরেজি নামটি বেশি মাহাত্ম পেয়ে আসছে। কিন্তু তারপরেও আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা তাই বাংলাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রধান কর্তব্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জানাবো পেনসিল নামের বাংলা অর্থ কি? চলুন তবে সেটাই এবার জেনে নেওয়া যাক।
গাছের কাঠের পাতলা আকৃতির মধ্যে সুক্ষ শীষ ঢুকিয়ে পেনসিল তৈরি করা হয়। তবে, বেশিরভাগ পেনসিলই কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। ১৫০০ সালের আশেপাশে সিসা পাওয়া যায়। আর তারপর সেটা দিয়েই লেখা শুরু হয়েছিল। তবে, পেনসিল আকৃতিতে আসতে বহুদিন সময় লেগেছিল। পেনসিল শব্দের বাংলা শব্দ হল ‛শিসযুক্ত লেখনী’।
তাহলে এবার জেনে গেলেন নিশ্চই পেনসিলকে বাংলায় কি বলা হয়। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।