Lipstick : বাংলায় লিপস্টিককে কী বলে! ৯৯% মেয়েরাই উত্তর দিতে পারে না, আপনি জানেন?

নারী মানেই সুন্দর। আর এই সুন্দর হয়ে ওঠার একটি মাধ্যম হল লিপস্টিক (Lipstick)। যা কিনা সাজগোজের একটি অঙ্গ। হালকা সাজুন বা ভারী এই লিপস্টিক আপনার সাজকে পরিপূর্ণ করে। বর্তমানে নানান ধরণের অত্যাধুনিক লিপস্টিক বেরিয়েছে। একেক ধরণের লিপস্টিকের একেক দাম। তবে, জানেন কি একটা সময় পানের রাঙা রস দিয়েই ঠোঁট লাল করতেন সুন্দরীরা।
বর্তমানে তারই কাজ করছে লিপস্টিক(Lipstick)। যা কিনা মহিলাদের সবসময়ই সঙ্গী। অধিকাংশ মহিলারা বাইরে বেরোলে আর কিছু না নিক সঙ্গে লিপস্টিক নিয়ে বেরোন। যাতে সবসময়ই ঠোঁট দেখতে আকর্ষণীয় লাগে। জানেন কি মধ্যবিত্ত সমাজে কিভাবে লিপস্টিকের প্রচলন হয়েছিল? তাহলে শুনুন সত্যজিৎ রায়ের ‛মহানগর’ ছবিতে প্রথম লিপস্টিকের অনুপ্রবেশ তুলে ধরা হয়েছিল।
এমন অনেক মানুষ আছেন যারা একেবারে সাজতে ভালোবাসেন না। কিন্তু তারা কিছু না ব্যবহার করলেও লিপস্টিক(Lipstick) টুকু অন্তত ব্যবহার করেন। বলতে গেলে নারীদের লিপস্টিক ছাড়া একেবারেই চলে না। কিন্তু জানেন কি এই লিপস্টিকের বাংলা নাম কি? অনেকেই জানেন না সেটি(Unknown Facts)। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাবো। চলুন তবে দেখে নেওয়া যাক।
Lipstick Bengali Meaning:
বহুল প্রচলিত লিপস্টিকের বাংলা নাম হল ‛ওষ্ঠরঞ্জনী’। অর্থাৎ অধর ও ওষ্ঠকে রাঙিয়ে তোলে যে জিনিস। তবে, এই শব্দ বিশেষভাবে ব্যবহৃত হয়না। সকলের মুখে লিপস্টিক শব্দটিই বেশি শোনা যায়। এমনকি লিপস্টিকের বাংলা এই নাম বলতে গেলে ৯৯ শতাংশ মানুষই জানেন না। তাহলে আপনি এবার জেনে গেলেন লিপস্টিকের বাংলা এই নাম। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।