ইন্টাভিউয়ের প্রশ্ন : মেয়েদের শরীরের কোন অংশ দিনে ছোট থাকে কিন্তু রাতে বড় হয়ে যায়?

চাকরির প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। আর সেই ধাপ পেরোনোর জন্য আপনার দরকার দুর্দান্ত কিছু প্রস্তুতি। লিখিত পরীক্ষা হয়ে গেলে সাধারণ জ্ঞান ও সমাজের বিভিন্ন অংশ আপনাকে জানতে হবে। তার জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। উপস্থিত বুদ্ধি থাকলে সহজেই আপনি ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে এবার এই বিশেষ প্রতিবেদনে আমাদের ইন্টারভিউতে আসা বারবার ১০টি প্রশ্ন দেখে নিন।
১) সবথেকে কোন রাজ্যে চন্দন গাছ বেশি পরিমানে আছে?
উত্তর – কর্ণাটক।
২) মেয়েদের শরীরের কোন অংশ যা দিনে ছোট ও রাতে বড়ো হয়ে যায়?
উত্তর- চোখের কর্নিয়া। তবে এটি কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে হয়ে থাকে।
৩) রামায়ণকে মোট কয়টি খন্ডে লেখা হয়েছে?
উত্তর – সাতটি।
৪) ভারতের একটি মিষ্টি জলের হ্রদের নাম কি?
উত্তর – উলার হ্রদ।
৫) গৌড়ের বর্তমান নাম কি?
উত্তর – বাংলা।
৬) লুনি নদী কোন রাজ্যের প্রধান নদী?
উত্তর – রাজস্থানের।
৭) পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
উত্তর – পাঁচটি।
৮) শরীর কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে?
উত্তর – লিভারে।
৯) কোথায় প্রথম ছাপাখানা চালু হয়?
উত্তর – হুগলি।
১০) ভারত স্বাধীনের সময় ভাইসরয় কে ছিলেন?
উত্তর – লর্ড ক্যানিং।