Aeroplane Price: গাড়ি কিংবা বাইকের দাম তো জানেন, বলতে পারবেন একটি বিমানের দাম কত?

Aeroplane Price: মানুষের জীবনে যানবাহনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি তা নিশ্চই বলে দেওয়ার নয়। গরিব হোক বা মধ্যবিত্ত অথবা ধনী আম্বানি সকলের কাছেই চলাচলের জন্য যানবাহন রয়েছেই। কেউ সাইকেলে, কেউবা বাইকে আবার কেউ ফোর হুইলার করে যাতায়াত করেন। এছাড়া এক শহর থেকে অন্য শহরে বা কোনো দেশে যাওয়ার জন্য বিমানের সাহায্য নেন। আমাদের দেশের বহু ধনী ব্যাক্তি আছেন যারা কিনা নিজেদের যাতায়াতের জন্য ব্যাক্তিগত বিমান রাখেন।
সাধারণত সাইকেল, বাইক, চারচাকা এগুলির খরচ কত তা আশাকরি সকলেরই জানা। কিন্তু একটি বিমানে উড়তে গেলে কত টাকা খরচ হয় তা জানেন কি? বলতে গেলে ৯৯% মানুষ আছেন এই ব্যাপারে কিছুই জানেন না। এমন বহু বিষয় আছে যা আমাদের কাছে অজানা। আর তা জানতে গেলে সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখতেই হয়। আজকের এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিত আলোচনা করবো।
প্রথমেই বলে রাখি যে, প্লেন অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। আর তাই তার নির্দিষ্ট কোনো দাম হয়না। প্লেনের আকার, সরঞ্জাম, ইনস্টল করার সুবিধার উপর নির্ভর করে প্লেনের দাম কম হবে নাকি বেশি। সেক্ষেত্রে আপনি যদি ৬ জনের বসার মতো ছোট সাইজের প্লেনের কথা জানতে চান তাহলে বলে রাখি তার খরচ কম। এর সেটাই যদি ৩০০ জনের বসার ক্ষমতার মতো হয় সেটারই দাম হবে কয়েক গুণ বেশি।
মূলত একটি প্লেন দামি হওয়ার পিছনে সেটির অত্যাধুনিক প্রযুক্তি, মেশিন, কায়িক শ্রম এগুলি নির্ভর করে। আমেরিকার মতো বিশ্বের কয়েকটি দেশে এই প্রযুক্তি আছে। আর তাইতো সেই দেশগুলি একচেটিয়া বাণিজ্য করে চলেছে। আর তারপর প্লেন বিক্রি করছে চড়া দামে। বর্তমানে ভারতও প্লেন তৈরির প্রযুক্তির বিকাশে নিযুক্ত রয়েছে। ভারতে ৬ সিটারের প্লেন থেকে শুরু করে বিশাল গ্লোবমাস্টাররের মতো প্লেনগুলিও দেখা যায়। এগুলি বায়ুসেনা দ্বারা পরিচালিত হয়।