Offbeat

ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ, খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

Advertisement

বর্তমানে দিন যত এগোচ্ছে ততই বাড়ছে প্রযুক্তির ব্যবহার। আর তারই মধ্যে ব্যাঙ্কিং ক্ষেত্রে একটি উন্নত প্রযুক্তি হল এটিএম পরিষেবা। যাতে দীর্ঘক্ষণ ব্যাঙ্কে লাইন দিয়ে আর দাঁড়িয়ে থাকতে হয়না মানুষজনকে। বরং মিনিটের মধ্যে আপনি নিজের একাউন্ট থেকে টাকা তুলে নিতে পারেন সহজেই। তাই বলে শুধু টাকা তোলা নয় কাউকে টাকা দেওয়ার মতো সুযোগও করে দিচ্ছে এই অত্যাধুনিক মেশিন।

ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ, খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

তবে, এটা কিন্তু মানতেই হয় যে যতবেশি সুবিধা ততবেশি আবার অসুবিধা। সকলেই নিশ্চই কোনো না কোনো সময় এটিএম থেকে বিভিন্ন ভাবে জাল করার ঘটনা শুনেছেন। আর এখনকার দিনে এসব ঘটনা অহরহ ঘটেই চলেছে। যার ফলে অসাধু লোকেরা সহজেই আপনার কষ্টের উপার্জিত টাকা হাতিয়ে নিতে পারে। আর সেক্ষেত্রে আপনাকে টাকা তুলতে গেলে কিছু কথা মাথায় রাখতে হবে।

ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ, খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

আর আজকের এই প্রতিবেদনে আপনাদের সে বিষয়েই কিছু কথা বলবো। প্রথমেই আপনাকে যেটি দেখতে হবে সেটি হল কার্ডের স্লটের রং। কার্ড ঢোকানোর সময় যদি সবুজ রং থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি লাল বা হলুদ রং থাকে তাহলে বুঝতে হবে যে বড় বিপদ অপেক্ষা করে আছে আপনার জন্য। সেক্ষেত্রে যেসব এটিএমে রক্ষীরা রয়েছে সেখান থেকেই টাকা তোলা ভালো।

ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ, খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

তবে, শুধু এভাবেই নয় আরও একটি ভাবে আপনার টাকা জালিয়াতি হতে পারে। আর সেটি হল কার্ডের নম্বর জেনে যাওয়া। আজকালকার দিনে হ্যাকাররা উন্নত প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি হ্যাক করে আপনার পিন সহজেই জেনে যান। আর তাই সর্বদা গোপন করে পিন দেওয়া উচিত।

ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ, খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!