কুমির তার শিকারকে সরাসরি গিলে নেয়, চিবিয়ে কেন খায়না? ৯০% মানুষ বলতে পারবে না

পৃথিবীতে নানান ধরণের প্রাণীর কথা আমরা শুনেছি। তার মধ্যে কেউ কেউ খুব হিংস্র হয়। আবার কেউ খুবই শান্ত। হিংস্র প্রাণীদের মধ্যে একটি হল কুমির। এদের দেখতে তো ভয়ানক হয়ই, তার পাশাপাশি এদের দাঁত দেখলে রীতিমতো ভয়ে সিটিয়ে যেতে হয়। যদিও এরা কখনই দাঁত দিয়ে খাবার চিবিয়ে খায় না। এদের চোয়াল এতটাই শক্ত হয় যে, এরা সরাসরি এদের খাবার গিলে নেয়।
এই প্রাণীকেই একমাত্র দেখা যায় যেকিনা চিবিয়ে নয় বরং গিলে তারা খাবার খায়। কিন্তু কেন জানেন কি? আজকের এই প্রতিবেদনে জানাবো সে বিষয়েই। কুমিরের চোয়াল এতটাই শক্তিশালী যে সেখানে আটকে পড়া যেকোনো শিকারের পক্ষে বেরিয়ে আসা মোটেই সম্ভব নয়। দাঁত ও চোয়ালের সাহায্যেই কুমির তার শিকারকে আটকে ফেলে। এরপর চাপ দেয় নিচের দিকে।
বলা যেতে পারে কুমিরের খাওয়ার ধরণ এটাই। কুমিরের দাঁত গুলি অনায়াসে শিকার ধরতে পারলেও চিবিয়ে খেতে পারেনা। বরং তাদের মুখের ভিতর অনেক শক্তিশালী ধারালো দাঁত রয়েছে। এমনকি কুমিরের পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডের পরিমান বেশি থাকে। যারফলে তারা সহজেই খাবার হজম করে ফেলতে পারে।
এমনকি আরও একটি বিষয় হল যে কুমির ছোট ছোট নুড়ি পাথরকেও অনায়াসেই হজম করে ফেলতে পারে। ১০ দিন ধরে তারা খাবার হজম করে। একটা কুমিরের আয়ুকাল ৪০ থেকে ৮০ বছর হয়। এমনকি একটি স্ত্রী কুমির একবারে ১২ থেকে ৪৮ টি ডিম পাড়ে।