
প্রতিটি পাড়ায় একটা না একটা চায়ের দোকান থাকে। আর সেই চায়ের দোকানে হোক বা পাড়ার রকে অথবা বন্ধুবান্ধবদের গল্পের আসরে নানান প্রশ্ন নিয়ে চর্চা চলে। কিছু কিছু এমন কথা আছে যা খুবই রহস্য ময়। আর সেই রহস্যময় ধাঁধার মধ্যে একটি হল ‛ডিম আগে না মুরগি আগে‘? এই প্রশ্নের যথাযথ উত্তর অজানা সবার কাছেই। হাজার মাথা চুলকিয়েও এই প্রশ্নের উত্তর মেলেনি।
যদিও এই প্রশ্নের উত্তরে কেউ কখনও বলেছেন ডিম আগে আবার কেউ বলেছেন মুরগি আগে। তবে, এই ডিম আগে না মুরগি আছে সেই বিতর্কের সমাধান কেউ করতে পারেনি। তাহলে এর আসল উত্তর কি তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষনায় দেখা গিয়েছে যে, কয়েকশো বছর আগে পৃথিবীতে মুরগীর মতো দেখতে একটা বড় আকারের পাখি ছিল। আর সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল।
বিজ্ঞানীদের কথা অনুযায়ী সেটি ছিল এক ধরণের ‛প্রোটো চিকেন‘। আর সেই পাখি একটি ডিম পেড়েছিল। পরে যেটির কিছু বিবর্তনগত পরিবর্তন হয়ে আজকের মুরগির জন্ম হয়। আর তাই বিশেষজ্ঞদের মতে আগে মুরগি নয় আগে ডিমের জন্ম হয়েছে। আর এই প্রশ্নটি করা হয় চ্যাটজিপিটিকে (ChatGPT)। তখন তিনি বলেন যে, বৈজ্ঞানিক দিক থেকে বলতে গেলে অনেকদিন আগেই এক জীববিজ্ঞানী উত্তর দিয়েছিলেন ডিম আগে এসেছে।
এমনকি তিনি আরও বলেন যে, একটি ব্যাকটেরিয়া ডিমের ভিত্তি তৈরি করেছিল। আর সেই ডিম থেকেই নাকি মুরগির জন্ম হয়। এক্ষেত্রেও চ্যাটজিপিটি স্পষ্ট করেন যে, মুরগির আগে ডিমের জন্ম হয়েছিল। তবে, অনেকেই ভাবছেন নিশ্চই এই চ্যাটজিপিটি (ChatGPT) আসলে কে? তাহলে বলে রাখি যে, এই চ্যাটজিপিটির মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। আসলে এটি একটি জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। যেটি Whatsapp-এও ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিকরা তো আছেই পাশাপাশি এও নিশ্চিত করে যে, মুরগি নয় ডিম আগে।